বাঁকুড়া: বিপুল ভোটের ব্যবধানে জয়ী তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তালডাংরায় ৩৩ হাজার ৪৫৬ ভোটে জয়ী তৃণমূল। কিন্তু কীভাবে সম্ভব হল ? এবিপি আনন্দ এর মুখোমুখী বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী: এরা তো আমাকে বিধানসভায় ভোট দিয়েছে।লোকসভায় দিয়েছে, আমি ওই অ্য়াপিলটাই রেখেছিলাম। যে কৃতজ্ঞ আপনাদের কাছে। এটাও চেয়েছি। যে এই আসনটাও আমাদের উপহার দিন।
সাংবাদিক: বিরোধীরা কেন পারেনি ?
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী: বিরোধীরা প্রচারটা ঠিক করে করেনি। বিরোধীরা বিরোধীতা করার জন্য করেছে। বিরোধীরা মানুষের কথা বলেনি। বিরোধীরা ব্যক্তিগত কুৎসা করেছিল। আমার বিরুদ্ধে করেছিল। প্রার্থীর বিরুদ্ধে করেছিল। নেত্রীর বিরুদ্ধে করেছিল।
সাংবাদিক: আরজিকর কোনও প্রভাব ফেলেছে ?
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী: নানা আরজিকর কোনও প্রভাব ফেলেনি। আরজিকর উল্টো হয়েছে। রোগীরা চিকিৎসা পাচ্ছিল না।তাঁরা হাসপাতালে অসহায় অবস্থায় ছিল। টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছিল। নার্সিংহোমগুলি ফুলেফেঁপে উঠেছিল। এটা মানুষ খারাপ চোখে দেখেছে।
আরও পড়ুন, বাবার থেকেও বেশি ভোটে জয়ী হাড়োয়ার TMC প্রার্থী শেখ রবিউল ইসলাম ! ধারে কাছেও নেই বিরোধীরা
এক্স হ্যান্ডলে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত, বাংলার ৬ কেন্দ্রেই ভরাডুবি হয়েছে গেরুয়াশিবিরের। ৬ কেন্দ্রেই সবুজ ঝড়। নিজের এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে জানাই অভিবাদন। আমার অন্তরের অন্তস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে।’ পাশাপাসি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন