বাঁকুড়া: আরজিকর কাণ্ডের ১০০ দিন ইতিমধ্যেই পার হয়েছে। প্রতিবাদ মিছিলে মমতার সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বারবার বিরোধীরা। এদিকে আজ রাজ্যের ৬ কেন্দ্রেই তৃণমূলের জয়ের পর বিস্ফোরক মন্তব্য বাঁকুড়া তৃণমূল নেতৃত্বের। শাসকনেতার দাবি, ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, সেই আস্থা ও বিশ্বাসের জয়। আরজি করকে কেন্দ্র করে, যেভাবে সারা পশ্চিমবাংলায় সিপিএম এবং বিজেপি, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের বুকে কালিমালিপ্ত করতে চেয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেয়েছিল, তার বিরুদ্ধে একটা ঐতিহাসিক মতদান পশ্চিমবাংলার মানুষের। তাঁরা বুঝিয়ে দিয়েছে, আরজি কর সাজানো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ব্যাক্তিত্ব।’
আরও পড়ুন, ‘ভয় দেখিয়ে ভোট’, কমিশনের ঘাড়েই দায় ঠেলার চেষ্টায় অর্জুন
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন