WB Unemployment Rate : রাজ্যে বেকারত্ব নিয়ে বিরোধীদের বক্তব্য উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী (Chandrima Bhattacharya)। রাজ্য বাজেটে (WB State Budget) পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিলেন, বাংলায় ৪০ শতাংশ কমেছে বেকারত্বের হার (Unemployment Rate)। এই বিষয়ে টেনে আনলেন দেশের বেকারত্বের (Indias Unemployment Rate) হারের সঙ্গে তুলনা।
দেশের তুলনায় বেকারত্বে কোথায় দাঁড়িয়ে বাংলা
এদিন বাজেট বিবৃতিতে রাজ্য়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে দেশের বেকারত্বের হার ছিল ৮ (৭.৯৩) শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল তার প্রায় অর্ধেক ৪.১৪ শতাংশ। এখানেই শেষ নয়, যদি ২০২৪-২৫ তৃতীয় ত্রৈমাসিকর কথা বিবেচনা করলে, সেখানেও বাংলার তুলনায় বেকারত্বের হার বেশি দেশে। ভারতে যখন বেকারত্বের হার ৮.১ শতাংশ বাংলায় তখন তা ৩ শতাংশ কম। এই তথ্য়ই দেখিয়ে দেয় পশ্চিমবঙ্গ জীবিকা নির্ভর উন্নয়ন পরিকল্পনার পরিচায়ক।
রাজ্যে ২ কোটি জীবিকা সৃষ্টি
বাজেট বিবৃতিতে এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন, স্কিল এডুকেশন বা দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে দেশের সবার ওপরে রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। স্কিল এডুকেশনের জন্য রাজ্য়ে ৫০০টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) ও পলিটেকনিক প্রতিষ্ঠান চালানো হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় ৪৭ লাখ যুবক-যুবতীকে শিল্প সহায়ক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য় করা হচ্ছে। ইতিমধ্যে ১০ লাখ যুবক-যুবতী ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন। দেশে ৪৫ বছরে বেকারত্বের হার যেখানে সর্বাধিক , সেখানে রাজ্যে শিল্প ও অন্যান্য ক্ষেত্রে ২ কোটি জীবিকা সৃষ্টি হওয়ার ফলে বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে।
CESC-তে বিদ্যুতের দাম নিয়ে অসন্তোষ আছে অনেকের মধ্যে। যা অজানা নয় মুখ্যমন্ত্রীর। এদিন রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে তাই বিদ্যুতের দামের প্রসঙ্গ উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। দেউচা পাচামির কথা বলতে গিয়ে বিদ্যুতের দাম এবং CESC প্রসঙ্গ তুলে আনলেন তিনি। এর পাশাপাশি তাঁর মতে, আগামী দিন বিদ্যুতের দাম আরও সস্তা হয়ে যাবে। সেটা কীভাবে সম্ভব তারও রূপরেখা জানালেন।
মুখ্যমন্ত্রীর কথায়, “দেউচা-পাচামি থেকে আমরা যে কয়লা পাব, তাতে ১০০ বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারে আমাদের বিদ্যুতের দাম আগামীদিনে…যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে …অনেক কমে যাবে। রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও, CESC বাড়ায়। মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম থাকাকালীন দিয়ে গেছে। ওদের দিল্লির একটা কী বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে। তা সত্ত্বেও বলছি, আগামী দিনে বিদ্যুতের দাম অনেক সস্তা হয়ে যাবে। এই দেউচা-পাচামিটা হতে পারলে।”
Stock Market Crash : ৬ দিনে ৩০০০ পয়েন্টের বেশি পড়ল বাজার, এখন এই তিন জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ
আরও দেখুন