কলকাতা: ছাব্বিশের ভোটের আগে কাল মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। আগামীকাল বিকেল ৪: বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বাজেট পাস করাতে বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। তবে তার আগেই জোর কটাক্ষ শুভেন্দুর।
এদিন শুভেন্দু বলেন, ‘বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে, শুধু ভাতা বাড়িয়ে হবে না। ৫০০ টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। কালকে ৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।’
আরও পড়ুন, মহাকুম্ভের পথে রওনা, মাঝে বাস দাঁড়াতেই রাস্তা পার পুরুলিয়ার ৩ বাসিন্দার, আচমকা উল্টোদিকের আসা গাড়িতে সব শেষ !
আরও দেখুন