জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য সাম্প্রতিক ৬ বিধানসভার উপনির্বাচনে দুরমুশ হয়েছে বিজেপি। গত বিধানসভাতেও ভালো ফল করতে পারেনি। যদিও দলের বড়বড় নেতারা উপনির্বানের ফলকে পাত্তা দিতে চাইছেন না। কিন্তু সামনেই ২০২৬ সালে বিধানসভার নির্বাচন। তখন কী হবে! এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ কে? এটাই এখন বিজেপির কাছে লাখ টাকার প্রশ্ন। এখন থেকেই তা নিয়ে ভাবতে বসে গিয়েছে বঙ্গ বিজেপি শিবির।
আরও পড়ুন-বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে পেট্রাপোলে, ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন গোলক-স্বপনরা
সূত্রের খবর, বাংলায় দলেরও কাউকে বাছাই করে তাকে মুখ করার কথা ভাবছে রাজ্য বিজেপি। বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারেন মোদী-শাহ। ছাব্বিশের ভোটের ছমাস আগেই মুখ বাছাইয়ের সম্ভাবনা।
বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখেই বা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও মুখকে খাড়া না করতে পারলে সমুহ বিপদ। তবে বিজেপির ভাবনা হল দুর্নীতি-সহ অন্যন্য ইস্যুতে সরব হওয়ার পাশাপাশি দলের কিছু মুখকে প্রচারে সামনের সারিতে রাখতে। এনিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছে বঙ্গে বিজেপি। গেরুয়া শিবির প্রধানত কোনও ইস্যুকে সামনে রেখে লড়াইয়ের পক্ষপাতী। তবে এবার তাদের ভাবনার বদল হচ্ছে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার মাটি, আবহাওয়া, রাজনৈতিক কালচার অন্য রাজ্যের তুলনায় একেবারে অন্যরকম। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে দল চালাচ্ছেন তাতে বাংলায় দাঁত ফোটাতে পারছে না বিজেপি। সেখান থেকেই অন্যভাবে রণকৌশল তৈরির কথা ভাবছে দল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours