<p><strong>নয়াদিল্লি:</strong> ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে ১৫৫ জনের সঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের শ্রমিকরা আটকে। রাজ্য সরকার এঁদের ব্যাপারে খোঁজ রাখছে, বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক।</p>
<p>ধস-বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেল । কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চূড়লমালা।ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। দিল্লি থেকে ড্রোন-নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার দিয়ে প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা। উদ্ধারকাজে প্রাণের খোঁজে কাজে লাগানো হবে ১০টি স্নিফার ডগ। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। চূড়লমালা গ্রামে পাঠানো হয়েছে ২৫টির বেশি অ্যাম্বুল্যান্স।</p>
<p>বেশ কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওয়েনাড। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৩টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস নামে। ঘণ্টাখানেক পর একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসতে শুরু করে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ততক্ষণে একের পর এক গ্রাম জলের তলায় স্বজনহারাদের হাহাকার,আর আশ্রয় হারানো মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী। ঘুমের মধ্যেই শেষ হয়ে গেছে বহু জীবন। আশ্রয়হীন হয়েছে প্রায় ৪০০টির বেশি পরিবার। উদ্ধারকাজে নামে বায়ুসেনার ২টি কপ্টার। নামানো হয় ভারতীয় নৌসেনার ৩০ জন প্রশিক্ষিত সাঁতারু ,ডগ স্কোয়াডকে। মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা।</p>
<p>আরও পড়ুন, <a title="ফের রামকৃষ্ণ মিশনের ‘জমি দখল’ ! মুখ্যমন্ত্রীর কাছে গেল উদ্ধারের আর্জি, ‘জাল দলিল বানিয়ে..’" href="https://bengali.abplive.com/district/ramakrishna-mission-land-encroachment-controversy-to-solve-the-problem-lettering-to-cm-mamata-banerjee-1086585" target="_self">ফের রামকৃষ্ণ মিশনের ‘জমি দখল’ ! মুখ্যমন্ত্রীর কাছে গেল উদ্ধারের আর্জি, ‘জাল দলিল বানিয়ে..'</a></p>
<p>অপরদিকে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। কেদারনাথ যাত্রায় গিয়ে ভীমবলিতে আটকে পড়েছেন ১৫০ থেকে ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। ফলে চলাচল করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুন্ড ও সোনপ্রয়াগে বেড়ে গিয়েছিল নদীর জলস্তর। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশ।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1722681378561000&usg=AOvVaw1yXIEgYao1AUEvT5ZC3KwK">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
<p> <br /><br /></p>
Source link
ধস-বিধ্বস্ত ওয়েনাডে আটকে বাংলার ২৪২ জন পরিযায়ী শ্রমিক, কী বার্তা রাজ্য সরকারের ?
Read Time:5 Minute, 30 Second