NOW READING:
WATCH | Air Crash: আকাশে আগুনের গোলা! বিমান-হেলিকপ্টারে মুখোমুখি সংঘর্ষে মৃত বহু, রইল দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো…
January 30, 2025

WATCH | Air Crash: আকাশে আগুনের গোলা! বিমান-হেলিকপ্টারে মুখোমুখি সংঘর্ষে মৃত বহু, রইল দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো…

WATCH | Air Crash: আকাশে আগুনের গোলা! বিমান-হেলিকপ্টারে মুখোমুখি সংঘর্ষে মৃত বহু, রইল দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বিমান দুর্ঘটনা। বিমান-হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের জেরে বিমান ও হেলিকপ্টার দুটি-ই গিয়ে পড়ে নদীতে। বহু মৃত্যুর আশঙ্কা। 

ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে ওয়াশিংটবন বিমানবন্দরে। রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে একটি বিমান অবতরণের সময় হেলিকপ্টারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুটি উড়ান-ই বিমানবন্দর লাগোয়ো পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। 

দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা। চলছে উদ্ধারকাজ। নৌকো নিয়ে পোটোম্যাক নদীতে নেমে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। রয়েছে ডুবুরিরাও। অবতরণকারী বিমানটির সঙ্গে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ ঘটেছে বলে জানা গিয়েছে৷ বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হতেই আকাশে আগুনের গোলা দেখা যায়!

জানা গিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে মোট ৬৪ জন যাত্রী ও ক্রু মেম্বার ছিলেন। তাঁদের কেউ-ই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে কয়েকজন মার্কিন সেনা ছিলেন বলে জানা যাচ্ছে৷ দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ রয়েছে। দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো-

আরও পড়ুন, Tiger Urine: বাতের ব্যথায় ‘অব্যর্থ ওষুধ’ বাঘের মূত্র! চিড়িয়াখানায় রমরমিয়ে চলছে বিক্রি…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link