# Tags
#Blog

Lava Meets Snow: WATCH | তুষারাবৃত শৃঙ্গ বেয়ে নামছে টগবগে ফুটন্ত ‘আগুনে’ স্রোত! ‘ভয়ংকর সুন্দর’ ভিডিয়ো…

Lava Meets Snow: WATCH | তুষারাবৃত শৃঙ্গ বেয়ে নামছে টগবগে ফুটন্ত ‘আগুনে’ স্রোত! ‘ভয়ংকর সুন্দর’ ভিডিয়ো…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় একটা প্রবাদ আছে, ‘ভয়ংকর সুন্দর!’ এই প্রবাদ যেন খেটে যায় এই দৃশ্যের সঙ্গেই! পৃথিবীতে সবসময়ই কত কিছু আশ্চর্যকর ঘটে! এ ঘটনা, এ জিনিস তেমনই…টগবগে ফুটন্ত তরল লাভা স্রোত। সেই ‘আগুনে’ স্রোত মিশে যাচ্ছে হিমশীতল বরফের সঙ্গে। 

আসলে জেগে উঠেছে মাউন্ট এটনা। মাউন্ট এটনা ইউরোপ মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি। স্ট্র্যাটো অ্যাকটিভ আগ্নেয়গিরি। এর উচ্চতা প্রায় ৩,৩৫০ মিটার বা প্রায় ১১,০০০ ফিট। জেগে উঠেছে সেই আগ্নেয়গিরি। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। এখন আগ্নেয়গিরি জেগে উঠতেই তার বরফে ঢাকা শৃঙ্গ বেয়ে গড়িয়ে পড়ছে টগবগে ফুটন্ত তরল লাভা স্রোত। বরফকে গলাতে গলাতে নেমে যাচ্ছে ‘আগুনে’ স্রোত। 

বোক্কা নুওভা গহ্বর থেকে যখন লাভা বেরিয়ে তুষারাবৃত এটনা পর্বতের চূড়ার উপর দিয়ে নেমে আসছে, স্বাভাবিকভাবেই তখন তা এক অসাধারণ দৃশ্যের জন্ম দিয়েছে।  একদল পর্বতারোহী এই  ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। অগ্ন্যুৎপাতের সেই ভিডিয়ো সামনে আসতেই, ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালে একবার এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের মেঘের কারণে সিসিলির একটি বিমানবন্দর বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন, Tunnel Under Ganga: মেট্রোর পর আরও একটা, গঙ্গার নীচে দ্বিতীয় টানেল! যেতে পারবে ট্রাকও…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal