# Tags
#Blog

প্রথমবার শাহরুখ দর্শনেই কী করেছিলেন কামিন্স, জানেন?

প্রথমবার শাহরুখ দর্শনেই কী করেছিলেন কামিন্স, জানেন?
Listen to this article


সিডনি: বলিউডের বাদশা তিনি। তিনি কিং খান। তিনি শাহরুখ খান। তাঁকে চেনে না এমন মানুষও বিশ্বে আছেন? উত্তরটা যদি হ্য়াঁ হয়, তবে অবাক হবেন অনেকেই। কিন্তু এটাই সত্যি। আইপিএলে কেকেআরের সহ মালিক শাহরুখ। যার জন্য নাইটদের অনেক খেলাতেই মাঝে মাঝেই মাঠে উপস্থিত থাকতে দেখা যায় শাহরুখকে। প্লেয়ারদের উদ্ধুব্ধ করতেও দেখা যায় তাঁকে। এমনকী অন্য় দলের প্লেয়াররাও এসে শাহরুখ খানকে একবার ছুঁয়ে দেখতে চান। তাঁর সঙ্গে সেলফি তুলতে চান। ভারতীয় ক্রিকেটার নয় শুধু, বিদেশি ক্রিকেটারদের মধ্যেও শাহরুখ ও তাঁর সিনেমা ও সিনেমার জনপ্রিয় সংলাপ বেশ শোনা যায়। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স নাকি চিনতেনই না শাহরুখকে, এ কথা নিজেই স্বীকার করেছেন কামিন্স।

শাহরুখের কেকেআর ২০১২, ২০১৪ মরশুমে আইপিএল জিতেছিল। এরপর বেশ কয়েক বছর পারফরম্য়ান্স একেবারেই তলানিতে ছিল। ২০২৪ আইপিএলে খেতাব জেতে নাইটরা শ্রেয়স আইয়ারের নেতৃত্বে। ২০১৪ সালে আইপিএল অভিষেক হয়েছিল কামিন্সের কেকেআরের জার্সিতেই। ২০১৫ মরশুমেও তিনি খেলেছিলেন। এরপর ২০২০ মরশুমে ফের কেকেআর কামিন্সকে দলে নেয় প্রায় ষোলো কোটি টাকার মূল্যে। ২০২১ ও ২০২২ মরশুমেও বেগুনি জার্সি গায়ে আইপিএলে নেমেছিলেন অজি তারকা পেসার। সম্প্রতি এক ভিডিওতে কামিন্স জানিয়েছেন শাহরুখের সঙ্গে যখন প্রথমবার দেখা হয় তাঁর, তিনি নাকি চিনতেনই না কিং খানকে। 

কামিন্স বলছেন, ”আমি কোনওদিন বলিউডের সিনেমা দেখিনি। শাহরুখ খান কে, তার সম্পর্কে কোনও ধারণা ছিল না আমার। আমার মনে হয়, তখন আমার ১৮ কি ১৯ বছর বয়স হবে। প্রথমবার শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল। আমি শুধু বুঝতে পেরেছিলাম যে ওঁ একজন অসাধারণ ব্যক্তিত্ব। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও ওঁর সঙ্গে ছিল চারপাশে। তখন দেখেছিলাম অন্য়ান্য তরুণ ভারতীয় ক্রিকেটাররা ওঁর সামনে খুবই লাজুকভাবে কথা বলছে। আমি দেখছিলাম ছেলেটা বেশ সুন্দর কথা বলছিল। খুব মিষ্টি দেখতে ছিল। শাহরুখের মত বড় মনের মানুষ হয় না। একজন দলের মালিক হিসেবে সবসময় স্বাধীনতা দিয়েছে আমাদের। খেলা সম্পর্কে কখনও কিছু বলেননি তিনি।”

 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal