জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জ়িল্যান্ড ও ভারতের কাছে হেরেও পাকিস্তানের শেষ চারে যাওয়ার ভাগ্য ঝুলছিল সরু সুতোয়। পাকিস্তান চেয়েছিল বাংলাদেশ এবং নিউ জ়িল্যান্ডের খেলায় টাইগাররা হারিয়ে দিক কিউয়িদের। কারণ নিউ জ়িল্যান্ড জিতে গেলে বাংলাদেশ একা ডুববে না। তারা পাকিস্তানকে নিয়েই ডুববে! সব গল্প এখানেই শেষ হয়ে। যাবে। দুই দলই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। পাকিস্তানের চাওয়ায় যদিও কিছু যায় আসেনি। ৫ উইকেটে জিতে যায় নিউ জ়িল্যান্ড। বাংলাদেশ-পাকিস্তানকে ছিটকে দেয় তারা। ভারতের সঙ্গে সেমিতে এখন নিউ জ়িল্যান্ড। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দলের এই অবস্থা নিজের চোখে দেখতে পারছে না। শোয়েব আখতারের (Shoaib Akhtar) পর এবার ওয়াসিম আক্রম (Wasim Akram) ধুয়ে দিলেন পাকিস্তানকে।
আরও পড়ুন: ‘যেমন ব্রেনলেস ম্যানেজমেন্ট, তেমন এই টিম’! শোয়েব আখতার ধুয়ে দিলেন পাকিস্তানকে…
আক্রম এসেছিলেন ‘ড্রেসিং রুম’ অনুষ্ঠানে, পাকিস্তানের আমূল বদলের পরামর্শই দিয়েছেন আক্রম। তিনি বলেন,’এই মুহূর্তে চূড়ান্ত কড়া পদক্ষেপের প্রয়োজন। আমরা যুগ যুগ ধরে সাদা বলে ক্রিকেট খেলে আসছি। এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। দলে নির্ভীক ক্রিকেটার আনতে হবে। তরুণ রক্তের প্রয়োজন। যদি পাঁচ-ছ’টি পরিবর্তন করতেই হয়, তাহলে দয়া করে তা করুক। আগামী ৬ মাস ঠিক এভাবেই হারবে, তাও ঠিক আছে। কিন্তু এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়ে তুলতে হবে। যথেষ্ট হয়েছে। তাদের তারকা বানানো হয়েছে। শেষ ৫ ওডিআই-তে পাকিস্তানের বোলাররা ৬০-এর গড়ে ২৪ উইকেট নিয়েছে। অর্থাৎ উইকেট পিছু ৬০ রান। আমাদের গড় ওমান এবং আমেরিকার চেয়েও খারাপ। যে ১৪টি দল ওডিআই খেলছে, তার মধ্যে পাকিস্তানের বোলিং সবচেয়ে খারাপদের তালিকায় দুয়ে।’
আরও পড়ুন: আয়োজকদেরই লজ্জার বিদায়! অশান্তির আগুনে জ্বলছে পাকিস্তান, চাকরি যাচ্ছে হেড কোচের
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আক্রম পিসিবিকেও ধুয়ে দিয়েছেন। তাঁর সংযোজন, ‘চেয়ারম্যান সাহেব, দয়া করে অধিনায়ক, নির্বাচক কমিটি, কোচকে ডেকে জিজ্ঞাসা করুন যে তারা কীরকমের নির্বাচন করেছে। খুশদিল শাহ এবং সালাম আগাকে কি দেখে কখনও মনে হয়েছে যে, ওরা উইকেট নিতে পারে! আমি কয়েক সপ্তাহ ধরে আক্ষরিক অর্থেই চিৎকার করে বলছি যে, এই দলটি ভালো নয়। কিন্তু চেয়ারম্যান বলেছেন যে, তাঁরা সেরা দল তৈরি করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির একদিন আগে তাঁরা এক ঘণ্টার জন্য একটি মিটিং করেছিল। কিন্তু সেই দলই রাখা হয়। এমনকী অধিনায়ক রিজওয়ানও দোষী। যে দলের নেতা, যদি সে না জানে যে তার কীরকম ম্যাচ-উইনারের প্রয়োজন, তাহলে আর কিছু বলার নেই। এটা লজ্জাজনক। স্টেডিয়ামে থাকা পাকিস্তানি সমর্থকদের মুখগুলি আপনাদের দেখা উচিত ছিল। পাকিস্তান যখন বল করছিল, তখন ওরা ১৫ ওভার পরে মাঠ ছেড়ে চলে গিয়েছিল।’
পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্টের গুরুদায়িত্বে পিসিবি। যদিও যুগ্ম ভাবে দুবাইও এই ইভেন্ট আয়োজন করছে। কিন্তু পাকিস্তানই ছিটকে গেল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)