NOW READING:
‘সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী’, নির্দেশ হাইকোর্টের
April 17, 2025

‘সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী’, নির্দেশ হাইকোর্টের

‘সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী’, নির্দেশ হাইকোর্টের
Listen to this article


কলকাতা: ‘সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিরক্ষা, পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিতে হবে’, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ হাইকোর্টের । ‘মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকুক, চাইছে কেন্দ্র। অন্য জেলাতেও অশান্তির আশঙ্কা আছে, বলছে গোয়েন্দা রিপোর্ট। উপদ্রুত এলাকায় কাজের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীন ক্ষমতা দেওয়া হোক’, ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, হাইকোর্টে সওয়াল কেন্দ্রের।

 ‘পশ্চিমবঙ্গে পাথর ছোঁড়া সংস্কৃতি আমদানি করেছেন শুভেন্দু অধিকারী’, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাল্টা অভিযোগ রাজ্য সরকারের। এটা গোয়েন্দা ব্যর্থতা, বললেন বিচারপতি রাজা বসু চৌধুরী। ‘দাঙ্গাকারীদের হাতে বাবা, ছেলে খুন’, NIA তদন্তের আবেদন শুভেন্দুর । ‘বোমাবাজি হয়েছে, পুলিশের তরফে অশান্তির অভিযোগ স্বীকার করা হয়েছে। NIA আইন অনুযায়ী রাজ্য যেন কেন্দ্রকে রিপোর্ট পাঠায় সেই নির্দেশ আদালত দিক। প্রতিবাদের নামে নিরীহ মানুষের ওপর অত্যাচার চলতে পারে না’, মুর্শিদাবাদ-কাণ্ডে NIA তদন্ত চেয়ে ডিভিশন বেঞ্চে সওয়াল শুভেন্দুর আইনজীবীর।

‘একজন রাজনীতিক বলছেন যে বাইরের দেশ থেকে এসে দাঙ্গা হয়েছে’, তাহলে তো NIA তদন্ত দরকার, সওয়াল মামলাকারী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। ‘জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশনকে নিয়ে টিম।  রাজ্য আইনি সহায়তা কেন্দ্রের প্রতিনিধি দিয়ে দল গঠন নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট. আপাতত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ, রায়দান স্থগিত

আদালত নির্দেশ দিলে আমরা প্রাথমিক অনুসন্ধান করতে পারি, দাবি NIA এর । আমরা কেন নির্দেশ দেব? আপনার ক্ষমতা আছে, বলেন বিচারপতি সৌমেন সেন। কেন্দ্র নির্দেশ দিলে আমরা করতে পারি, সওয়াল NIA -এর আইনজীবীর। মানে এখনও নির্দেশ পাননি? প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের
না, উত্তরে জানালেন NIA এর আইনজীবী অরুন কুমার মাইতি। ‘সব আদালত কেন করবে? আপনাদের ক্ষমতা আছে, নিজেরা সিদ্ধান্ত নিন’, NIA-র উদ্দেশে মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার । ‘সুতি, সামসেরগঞ্জের ঘটনায় SIT গঠন করা হয়েছে। বিজেপির মুখপাত্রদের তরফে গুজব এবং মিথ্যা খবর ছড়ানো হচ্ছে’, হাইকোর্টে সওয়াল সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে নতুন করে অশান্তির খবর না এলেও, আপাতত মুর্শিদাবাদের সন্ত্রস্ত জায়গাগুলি থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল,সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিরক্ষা, পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে মুর্শিদাবাদের ওয়াকফ-অশান্তি নিয়ে এদিন হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার।
 
পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বলে নথিভুক্ত হওয়া সম্পত্তিতে এখনই কোনও বদল ঘটানো যাবে না। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে হওয়ার মামলা নিয়ে, বৃহস্পতিবার একথা পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যখন উত্তাল দেশ..যখন আগুন জ্বলেছে বাংলার মাটিতে, তখন বুধবারের পর এদিনও সুপ্রিম কোর্টের দিকেই নজর ছিল সবার। সেখানেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানাল,মামলার পরবর্তী শুনানি হবে ৫ মে।

আরও দেখুন



Source link