NOW READING:
মুর্শিদাবাদে ‘অশান্তি’র জন্য কারা দায়ী ? শুভেন্দু কাছে এসে পৌঁছল কাদের নাম ? ‘ তালিকাও তৈরি…’
April 14, 2025

মুর্শিদাবাদে ‘অশান্তি’র জন্য কারা দায়ী ? শুভেন্দু কাছে এসে পৌঁছল কাদের নাম ? ‘ তালিকাও তৈরি…’

মুর্শিদাবাদে ‘অশান্তি’র জন্য কারা দায়ী ? শুভেন্দু কাছে এসে পৌঁছল কাদের নাম ? ‘ তালিকাও তৈরি…’
Listen to this article


কলকাতা: ওয়াকফ অশান্তির ইস্যুতে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। মুর্শিদাবাদকাণ্ডের তদন্ত ফের NIA-কে দিয়ে করানোর দাবি শুভেন্দু অধিকারীর।

এদিন বিরোধী দলনেতা বলেন, ‘মুর্শিদাবাদে চক্রান্ত মৌলবাদীদের। আনসারুল বাংলার মতোই বিপজ্জনক তৃণমূল কংগ্রেস। ১০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ভিনরাজ্যে কর্মরত অভিযুক্তদের আত্মীয়দের রাজ্যে ফিরে এসে মেরামতের কাজ করে দিয়ে যেতে হবে। বিজেপি শাসিত রাজ্য থেকে এদের ফিরিয়ে এনে সারাইয়ের কাজ করানো হবে। রোডম্যাপ তৈরি, অভিযুক্তদের তালিকাও তৈরি। রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট না হলে, ৫০টি আসনে ভোটই হবে না। ভোট এবং ভোটের পরের তিন মাস নিরাপত্তার দায়িত্ব দিতে হবে নির্বাচন কমিশন।’

আরও পড়ুন, ওয়াকফ আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ এবার ভাঙড়ে ! উপস্থিত বিশাল পুলিশবাহিনী..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link