মুর্শিদাবাদ : ওয়াকফ-অশান্তিতে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুর, রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। NIA তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি বিরোধী দলনেতার।
আরও পড়ুন, ওয়াকফ অশান্তি ঘিরে রণক্ষেত্র সুতি, ধুলিয়ান ! ‘BJP-র উস্কানিতেই কিছু মীরজাফর এটা ঘটাচ্ছে..’, প্রতিক্রিয়া ফিরহাদের
আজিমগঞ্জে রেললাইনের ধারে গেটম্যানের অফিস ভাঙচুর। লাইন থেকে তুলে পাথর ছোড়া হয়েছে অফিসে। আগুন ধরিয়ে দেওয়া হয় জেনারেটরে। ভাঙচুর করা হয়েছে পাওয়ার রুমে। রিলে রুমের গেটেও ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠেছে। শুভেন্দু বলেছেন, বলেছেন, ‘ওয়াকফ আইনের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা হয়েছে। রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে তা নয়, মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদ্দজনক’, রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর।
ওয়াকফ আইনের প্রতিবাদে ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান। এরই মধ্যে সুতির সাজুর মোড়ে গন্ডগোলের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হল এক কিশোর। আশঙ্কাজনক অবস্থা তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। এদিন ধুলিয়ানে পুলিশের গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স, পুলিশ কিয়স্কেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধুলিয়ানে ধুন্ধুমার রণক্ষেত্র সুতি সুতিতে গুলিবিদ্ধ কিশোর। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগনা, হিংসার আগুন!এরইমধ্য়ে সুতিতে গুলিবিদ্ধ হল এক কিশোর।
শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি থানার সাজুর মোড় এলাকায় অবরোধ চলছিল। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।এই অশান্তি চলাকালীন গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণির এক ছাত্র। গুরুতর জখম অবস্থায় গুলিবিদ্ধ কিশোরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এবং তারপর মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কলকাতায় রেফার করা হয়।
গুলিবিদ্ধ কিশোরের আত্মীয় জাহাঙ্গির আলম বলেছেন,সুতির সাজুর মোড়ে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল। রাস্তা অবরোধ হচ্ছিল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ লাগে। মোশারফ হোসেন, মাত্র ১৬ বছর বয়স। সেভেনে পড়ে। ও ওর মাসির বাড়ি থেকে আসছিল। পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে। এ বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জ্বালিয়ে দেওয়া হয় যাত্রীবাহী বাস।পোড়ানো হয় অ্যাম্বুল্যান্সও। উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি পুলিশের কিয়স্কও।পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের সেল ছোড়ে পুলিশ। লাঠিচার্জও করা হয়। ধুলিয়ান থেকে সূতি…হামলায়,ফরাক্কার SDPO সহ ১৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন