কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান। সকাল থেকে একাধিক জায়গায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি থানার সাজুর মোড় এলাকায় অবরোধ চলছিল। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।এই অশান্তি চলাকালীন গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণির এক ছাত্র। এবার এই ইস্যুতে মুখ খুললেন ফিরহাদ হাকিম। বিজেপির উস্কানিতেই কিছু মীরজাফর এই ঘটনা ঘটাচ্ছে, মন্তব্য ফিরহাদ হাকিমের।
আরও পড়ুন, ধেয়ে আসছে কালবৈশাখী ! ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা, জরুরি আপডেট হাওয়া অফিসের..
এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘মীরজাফর তো সব জায়গাতেই থাকে। সেদিনও মীরজাফর ছিল, আজও আছে। যারা মীরজাফর, তাঁরা এটা করে বিজেপির হাত শক্ত করার চেষ্টা চলছে। যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারও উপর গুলি চালায় না। বুলডোজার রাজ হয় না। তাই এখানে লাফালাফি বেশি। বিজেপির উস্কানিতেই লাফালাফি। সত্যিকারের প্রতিবাদ করতে হলে যান, যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে। যোগীর রাজ্যে যান। সেখানে দেখি প্রতিবাদ কীভাবে হয় ?!’
ওয়াকফ আইনের প্রতিবাদে ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান। এরই মধ্যে সুতির সাজুর মোড়ে গন্ডগোলের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হল এক কিশোর। আশঙ্কাজনক অবস্থা তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। এদিন ধুলিয়ানে পুলিশের গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স, পুলিশ কিয়স্কেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধুলিয়ানে ধুন্ধুমার রণক্ষেত্র সুতি সুতিতে গুলিবিদ্ধ কিশোর। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগনা, হিংসার আগুন!এরইমধ্য়ে সুতিতে গুলিবিদ্ধ হল এক কিশোর।
শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি থানার সাজুর মোড় এলাকায় অবরোধ চলছিল। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।এই অশান্তি চলাকালীন গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণির এক ছাত্র। গুরুতর জখম অবস্থায় গুলিবিদ্ধ কিশোরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এবং তারপর মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কলকাতায় রেফার করা হয়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন