জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা চলছিলই। যৌথ সংসদীয় কমিটির অনুমোদনের পর, এবার ওয়াকফ বিল পেশ করা হবে লোকসভায়। কবে? আগামীকাল, বুধবার। আলোচনার জন্য বরাদ্দ ৮ ঘণ্টা। বিজনেস অ্যাডভাইসরি কমিটি বৈঠক বয়কট করল তৃণমূল-সহ বিরোধীরা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
বিরোধীদের আপত্তি খারিজ। ওয়াকফ সংশোধনী বিলের খসড়া অনুমোদন করে দিয়েছে সংসদীয় যৌথ কমিটি। নিয়মমাফিক যখন ফের বিলটি সংসদে পেশ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র, তখন নিজেদের অবস্থানেই অনড় তৃণমূল-সহ বিরোধীরা। লোকসভায় দলের ডেপুটি লিডার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সংসদকে সরকারের অ্যাজেন্ডা পূরণের জন্য ব্য়বহার করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আলোচনার জন্য আমরা যথোপযুক্ত সময় চেয়েছিলাম। মনিপুর নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছি। আমরা ভোটার কার্ড নিয়ে আলোচনা চেয়েছি। কিন্তু আমাদের কোনও দাবি মানা হয়নি। সংসদে সরকারের অধীনে চলে গিয়েছে’।
এদিকে লোকসভা তো বটেই, রাজ্যসভাতেও এখন সংখ্যাগরিষ্ঠ সরকার পক্ষই। সেক্ষেত্রে সংসদে ওয়াকফ বিল পেশ হলে, বিরোধীদের রণকৌশল কি হবে? ঘরে-বাইরে চাপের মুখে I.N.D.I.A জোটের বৈঠক ডাকল কংগ্রেস। আজ, সন্ধেয় সংসদেরই শরিকদলগুলি লোকসভা ও রাজ্যসভার নেতাদের নিয়ে এই বৈঠক হবে।
এর আগে, গত বছরের অগাস্টে সংসদের ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজজু। তখন এই বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে বিরোধীরা। শেষপর্যন্ত বিলটি পাঠিয়ে দেওয়া হয় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে। সূত্রের খবর, যৌথ সংসদীয় কমিটির সুপারিশ মেনে ওয়াকফ বিলে বেশ কয়েক পরিবর্তন এনেছে কেন্দ্র।
ওয়াকফ বিলে বদল
—
ওয়াকফ সম্পত্তি কি না, তা ঠিক করতে রাজ্য সরকার জেলাশাসক স্তরের এক আধিকারিককে নিয়োগ করতে পারবে
পুরোনো মসজিদ, দরগা বা অন্য মুসলিম ধর্মীয় স্থানে কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ আইন পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে না।
এই বিলে জেডিইউ-র কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল, যা মানা হয়েছে বিলে
ওয়াকফের তালিকা গেজেটে প্রকাশের ৯০ দিনের মধ্যে অনলাইনে আপডেট করতে হবে।
ওয়াকফ পরিষদে পদাধিকারী সদস্যদের পাশাপাশি দু’জন অ-মুসলিম সদস্য থাকবেন।
ওয়াকফ বোর্ডে ওয়াকফ সংক্রান্ত যুগ্মসচিব পদাধিকারী সদস্য হবেন
যৌথ সংসদীয় কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ। ভাঙা কাঁচে হাতে চোট পান তিনি। রক্তপাত হয়। শ্রীরামপুরের সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করেন লোকসভার স্পিকার।
আরও পড়ুন: Lowering Price of LPG: পয়লা বৈশাখের আগেই বিরাট সুখবর! এক ধাক্কায় অনেকটা কমল গ্যাস সিলিন্ডারের দাম…
আরও পড়ুন: Train Accident: দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ! আগুন ধরল ইঞ্জিনে, ভয়ংকর ট্রেন দুর্ঘটনা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)