NOW READING:
Waqf Amendment Bill: বিরোধীদের আপত্তি খারিজ! সংশোধিত ওয়াকফ বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির…
January 27, 2025

Waqf Amendment Bill: বিরোধীদের আপত্তি খারিজ! সংশোধিত ওয়াকফ বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির…

Waqf Amendment Bill: বিরোধীদের আপত্তি খারিজ! সংশোধিত ওয়াকফ বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরোধীদের আপত্তি খারিজ। এমনকী, সংশোধনী প্রস্তাবও! ওয়াকফ সংশোধনী বিলের খসড়া অনুমোদন করল যৌথ সংসদীয় কমিটি। ‘বিজেপি ও সহযোগী দলের সাংসদের দেওয়া সংশোধনী প্রস্তাবের ১৪টি গৃহীত হয়েছে’, জানালেন কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান  জগদম্বিকা পাল।

আরও পড়ুন:  Budget 2025 date and time: টানা ৮ বার বাজেট পেশ, নির্মলার বাজেট বক্তৃতা কখন কোথায় কীভাবে লাইভ দেখবেন…

সূত্রের খবর, ৩১ জানুয়ারি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট পেশ করবে জেপিসি। এরপর নিয়মাফিক সংসদের দুই কক্ষে পেশ করা হবে বিল। পাস হওয়ার পর, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই বদলে যাবে ওয়াকফ আইন। নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’। 

ঘড়িতে তখন ১১টা। আজ, সোমবার সকালে বৈঠক হয় সংসদীয় যৌথ কমিটি। বৈঠকে শেষে জগদম্বিকা বলেন, ‘বিলের প্রতিটি (৪৪টি সংশোধনী) ধারা ধরে পর্যালোচনা করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হচ্ছে। ১৪টি সংশোধনী-সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করবে’। জানান, সরকারের তরফে ২৩ ও বিরোধীদের তরফে ৪৪ সংশোধনী প্রস্তাব জমা পড়েছিল।

 গত বছরের  অগাস্টে সংসদের ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী  কিরেণ রিজিজু। কিন্তু বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে তৃণমূল-সহ বিরোধীরা। শেষপর্যন্ত বিলটি পাঠিয়ে দেওয়া হয় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে।

এদিকে যৌথ সংসদীয় কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে  বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ। ভাঙা কাঁচে হাতে চোট পান তিনি। রক্তপাত হয়। কবে? ২২ অক্টোবর। কল্যাণকে একদিনের জন্য সাসপেন্ড করেছে লোকসভার স্পিকার।  

আরও পড়ুন:  Uniform Civil Code: দেশের এই রাজ্যে আজ চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, বদলাবে বিয়ে-বিবাহবিচ্ছেদের নিয়ম, আওতায় লিভ-ইনও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link