NOW READING:
Waqf Bill: আজ লোকসভায় ওয়াকফ বিল পেশ, পাস করাতে কী স্ট্র্যাটেজি মোদীর? বিরোধীদের কৌশল…
April 2, 2025

Waqf Bill: আজ লোকসভায় ওয়াকফ বিল পেশ, পাস করাতে কী স্ট্র্যাটেজি মোদীর? বিরোধীদের কৌশল…

Waqf Bill: আজ লোকসভায় ওয়াকফ বিল পেশ, পাস করাতে কী স্ট্র্যাটেজি মোদীর? বিরোধীদের কৌশল…
Listen to this article


রাজীব চক্রবর্তী: সংসদে আজ পেশ হবে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪। নতুন ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ আজ দুপুর ১২টায় লোকসভায় পেশ হতে চলেছে। বিলটি আজই পাস করাতে চাইছে মোদি সরকার। আগামিকাল রাজ্যসভায় পেশ করা হবে বিলটি। ভোটাভুটির সম্ভাবনা থাকায় বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ সবকটি রাজনৈতিক দলই তাদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারি করেছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বিল নিয়ে শাসক দল এবং বিরোধী জোট ইন্ডিয়া, কোনও পক্ষই আপোসের পথে হাঁটছে না। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বের পর আজ বিলটি সংসদে পেশ করা হবে। এরপর তা নিয়ে আলোচনা এবং পাশ করানোর প্রক্রিয়া চলবে। আলোচনার জন্য নির্ধারিত ৮ ঘণ্টা সময়সীমা ধার্য করা হয়েছে। এই সময় বাড়তেও পারে। সেক্ষেত্রে আজ রাত অবধি সংসদে চলতে পারে ওয়াকফ বিতর্ক। বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডি-সহ সবকটি বিরোধী দল জোটবদ্ধ হয়ে এই বিলের বিরোধিতায় আসরে নেমেছে। মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়া সংসদ ভবনে বৈঠক করে এই বিল নিয়ে কৌশল তৈরি করেছে। 

বিলটি পাশ করাতে আজ লোকসভায় ২৭২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপির সাংসদ ২৪০। এছাড়া শরিক জল জেডিইউ-এর ১২ এবং টিডিপি-র ১৬ জন সংসদ রয়েছেন। এছাড়াও চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টির ৫ জন এবং একনাথ শিন্ডের শিবসেনার ৭ জন সাংসদ রয়েছেন। সবমিলিয়ে এনডিএ শিবিরের সাংসদ সংখ্যা দাঁড়াচ্ছে ২৮০। ওদিকে আগামিকাল রাজ্যসভায় বিল পেশ ও পাসের ক্ষেত্রে রাজ্যসভায় এনডিএ-র ১২৫ জন সাংসদ রয়েছেন। ৬টি আসন শূন্য রয়েছে। ফলে ১১৮ জন সাংসদের সমর্থন পেলেই বিলটি পাশ করাতে পারবে সরকার। রাজ্যসভায় বিজেপির ৯৮ জন, জেডিইউ-এর ৪ জন, অজিত পওয়ারের এনসিপির ৩ জন এবং টিডিপির ২জন সাংসদ রয়েছেন। বিজেপির আশা, অসম গণ পরিষদ এবং তামিল মানিলা কংগ্রেসের এক জন সাংসদের সমর্থন তারা পাবে। একইভাবে মনোনীত ৬ জন সদস্যও বিলের পক্ষে ভোট দেবেন বলে আশা করছে সরকার।

উল্লেখ্য, গত বছর অগাস্টে লোকসভায় প্রথম বিলটি পেশ করা হয়েছিল। পরে সংসদীয় যৌথ কমিটি, জগদম্বিকা পালের নেতৃত্বে বিলটি পর্যালোচনা করে। সরকারের দাবি, ওয়াকফ আইন, ১৯৯৫ সংশোধনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করাই এই বিলের উদ্দেশ্য। বিলের মূল প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- আইনের নতুন নামকরণ, ওয়াকফের সংজ্ঞা স্পষ্ট করা, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো। উল্টো দিকে বিরোধীদের বক্তব্য, বিশেষ উদ্দেশ্য নিয়ে বিলটি অসংবিধানিক প্রক্রিয়ায় পাশ করানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার।

আরও পড়ুন, Rule Changes From April 1: আয়কর-UPI সহ ব্যাংক ব্যালান্স, ১ এপ্রিল থেকে বদলাচ্ছে জরুরি অনেক নিয়ম! কী কী…

আরও পড়ুন, Weather Update | Heatwave: দ্বিগুণ হবে তাপপ্রবাহ! এপ্রিল থেকেই অস্বাভাবিক গরম, জুন পর্যন্ত ‘জ্বালাপোড়া’ ধরাবে ভয়ংকর দাবদাহ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link