জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিনের জন্য ঘুরতে যেতে চান তবে এই উইকেন্ডেই বেড়িয়ে পড়ুন কলকাতার কাছাকাছি অবস্থিত ফিল্ম সিটিতে। আগে এখানে সিনেমার শুটিং হত। প্রতিদিনই এখানে আসতে দেখা যেত অভিনেতাদের। প্রায় বেশ কয়েকশো একর জায়গা জুড়ে অবস্থিত এই ফিল্ম সিটি। নানারকমভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বিশাল এই জায়গাটিকে। মূলত নানা সিনেমা, ওয়েব সিরিজ শ্যুটিং এর জন্যই সাজানো হয়েছিল এই ফিল্ম সিটিটি।
আরও পড়ুন: Bageshwar Baba | Maha Kumbh: সেলেব বাবার বাণী, ‘কুম্ভে যারা মরেছে, ভালোই হয়েছে! তারা তো মোক্ষ পেয়েছে…’
প্রয়াগ ফিল্ম সিটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কাছে অবস্থিত ডুকিতে। মেদিনীপুরের গোয়ালতোড় থেকে প্রায় ১৯ কিমি দূরে অবস্থিত এক শুনশান নগরী। এই শহরে সমস্ত কিছুই আছে কুঁড়েঘর থেকে শুরু করে রাজপ্রাসাদ, স্টেশন শুধু নেই জনপ্রাণী। মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত এই ফিল্ম সিটি। পশ্চিম মেদিনীপুর জেলার এই জায়গাটি হল প্রয়াগ ফিল্ম সিটি। বেশ কিছু হিন্দি, বাংলা সিনেমা শ্যুটিং হয়েছে এখানে। তবে নানা কারণে এখন তেমন শ্যুটিং হয়না। তবে এই সাজানো গোছানো ছবির নগরীতে এলে মন জুড়িয়ে যাবে আপনারও।
আরও পড়ুন: Bank Holidays In February 2025: ২৮ দিনের ফেব্রুয়ারিতে ব্যাংক বন্ধ ৮ দিন! জলদি সেরে ফেলুন লেনদেন, মাসের শুরু থেকেই…
কলকাতা থেকে চন্দ্রকোনা রোড আসা খুবই সহজ। বাস কিংবা ট্রেনে অতি সহজেই পৌঁছে যেতে পারবেন এই সুন্দর জায়গাটিতে। কলকাতা থেকে খুব কাছে পিঠে রয়েছে এই ফিল্ম সিটি। বাসে এলে ডুকিতে নামতে হবে আর যদি বাইকে কিংবা ছোট গাড়ি করে আসেন তবে চন্দ্রকোনা রোড বাস স্টপে নামলে টোটো বা ছোট গাড়ি করে পৌঁছে যাওয়া যাবে। ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন যে সেটা অন্য কোথাও পাবেন না। সারাটা দিন যে কোথা থেকে কেটে যাবে টেরই পাবেন না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours