ব্রিসবেন: ইতিহাস বলছে মোট ৫৫টি টেস্টে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin Retirement)। কেরিয়ারের শুরু থেকেই দুজনে একসঙ্গে জাতীয় দলে। অশ্বিন ২০১০ সালে টেস্টে অভিষেক করেন। বিরাট ২০১১ সালে। এরপর থেকে ১৪ বছর একসঙ্গে খেলেছেন। বিদায়বেলায় কোহলিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন দেশের সর্বকালের অন্য়তম শ্রেষ্ঠ স্পিনার। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর ম্য়াচের ফলের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অশ্বিনের অবসরের খবরটি। প্রিয় সতীর্থকে এবার তাঁর বিদায়বেলায় আবেগঘন পোস্টে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি।
প্রাক্তন ভারত অধিনায়ক নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে দুজনের ছবির সঙ্গে লিখেছেন, ”প্রায় ১৪ বছর আমি আর তুমি একসঙ্গে খেলেছি। যখন তুমি আমাকে আজ অবসরের কথা জানিয়েছিলে, তখন আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। চোখের সামনে ভেসে আসছিল একসঙ্গে খেলা নানা মুহূর্তের ছবি। তোমার সঙ্গে খেলা প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। তোমার স্কিল ও ম্য়াচ উইনিং পারফরম্য়ান্সের সঙ্গে কোনও কিছুর তুলনা হবে না। ভারতীয় ক্রিকেট সবসময় তোমাকে কিংবদন্তি হিসেবেই মনে রাখবে। পরিবারের সঙ্গে ভাল করে সময় কাটাও এবার। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অ্য়াশ।”
I’ve played with you for 14 years and when you told me today you’re retiring, it made me a bit emotional and the flashbacks of all those years playing together came to me. I’ve enjoyed every bit of the journey with you ash, your skill and match winning contributions to Indian… pic.twitter.com/QGQ2Z7pAgc
— Virat Kohli (@imVkohli) December 18, 2024
ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই আচমকাই রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে চলে আসেন অশ্বিন। এরপরই নিজের সিদ্দান্তের কথা জানিয়ে দেন তামিলনাড়ুর স্পিনার। দেশের জার্সিতে ১০৬ টেস্ট খেলা অশ্বিন বলেন, ”এটাই আমার ক্রিকেটার জীবনের শেষ দিন ছিল। আমি আর ক্রিকেটার হিসেবে কোনওদিন মাঠে নামব না। সব ধরণের ফর্ম্য়াট থেকেই অবসর নিচ্ছি। দুর্দান্ত একটা সফর ছিল আমার কাছে। রোহিত, বিরাটদের পাশে পেয়েছি। ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। তাই ক্রিকেটার হিসেবে না হলেও ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা করব।” আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আইপিএলে খেলবেন অশ্বিন।
আরও পড়ুন: ক্রিকেটে সাফল্য পেলেও প্রেমে আঘাত পেয়েছেন, ব্যক্তিগত জীবন তছনছ, কেমন আছেন ধবন?
আরও দেখুন