বেঙ্গালুরু: বর্তমানে অজ়িভূমে ভারতের হয়ে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে ব্যস্ত বিরাট কোহলি (Virat Kohli)। এরই মাঝে বিপাকে তাঁর রেস্তোরাঁ। নিরাপত্তায় ফাঁক ফোকর রয়েছে, এই মর্মেই তাঁর রেস্তোরাঁকে আইনি নোটিস পাঠাল বেঙ্গালুরু ব্রুহাট মহানগর পালিকা।
মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার বিরাট কোহলি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন। তাঁর ব্যবসাগুলির অন্যতম হল তাঁর রেস্তোরাঁ চেন। নয়ডা, হায়দরাবাদ, মুম্বই, কলকাতার মতো গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে এই রেস্তোরাঁ। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামেরর অদূরে, এম জি রোডেও এই রেস্তোরাঁর একটি শাখা রয়েছে। সেই শাখা দমকল বিভাগ থেকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই চলছে বলে অভিযোগ করা হয়েছে।
২৯ নভেম্বর সমাজকর্মী এইচ এম বেঙ্কটেস ও কুনিগাল নরসিমামূর্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে কোহলির ওই রেস্তোরাঁর বিরুদ্ধে একটি নোটিস ইস্যু করা হয়। তবে সেই নোটিসের কোনও জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষুব্ধ বেঙ্গালুরু ব্রুহাট মহানগর পালিকা নোটিসের জবাব দেওয়ার জন্য আরও সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। তার মধ্যেও যদি কোনও জবাব না দেওয়া হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
এই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলির এই রেস্তোরাঁ কিন্তু বিতর্কে জড়িয়েছে। রাত একটা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার নিয়ম থাকলেও, একটা ২০ নাগাদও রেস্তোরাঁ খোলা থাকায় জুলাইয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। ফের এবার নতুন করে বিপাকে পড়ল এই রেস্তোরাঁ। অতীতে বারংবার নিয়ম অমান্য করে রেস্তোরাঁ চালানোয় না না দুর্ঘটনা ঘটেছে। কার্লটন টাওয়ার্সে শট সার্কিট থেকে আগুন লাগায় অনেকে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। ‘গার্ডেন সিটি’-তে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই কারণেই তৎপর তাঁরা। বিরাটের এই রেস্তোরাঁ নিয়মভঙ্গ করায় এমন দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই তাঁরা অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন বেঙ্কটেশ। এই অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর তরফে কী জবাব দেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইংল্যান্ডে এক ম্যাচ হেরে ঘরেই কান্নায় ভেঙে পড়েছিলেন কোহলি! বিরাটের অজানা গল্প শোনালেন বরুণ ধবন
আরও দেখুন