NOW READING:
WATCH | Virat Kohli Ranji Trophy Return: আচমকাই মাঠে ঢুকল একদল লোক! দিল্লিতে কোথায় কোহলির নিরাপত্তা? রঞ্জিতে এ কী চলছে…
February 1, 2025

WATCH | Virat Kohli Ranji Trophy Return: আচমকাই মাঠে ঢুকল একদল লোক! দিল্লিতে কোথায় কোহলির নিরাপত্তা? রঞ্জিতে এ কী চলছে…

WATCH | Virat Kohli Ranji Trophy Return: আচমকাই মাঠে ঢুকল একদল লোক! দিল্লিতে কোথায় কোহলির নিরাপত্তা? রঞ্জিতে এ কী চলছে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli Ranji Trophy Return)! ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার অর্থাত্‍ ৩০ জানুয়ারি দিল্লির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট খেলছেন রেলওয়েজের বিরুদ্ধে।

আরও পড়ুন: মাত্র ৬ রানে ক্লিন বোল্ড! বোর্ডের কড়া দাওয়াই কাজে এল না, রাজা সেই ফকিরই…

গত ৩০ জানুয়ারি বিরাটদর্শনে ১৫ হাজার দর্শকের আসা, পদপিষ্ট হয়ে বহু দর্শকের আহত হওয়া, এই কথা সকলেরই এখন জানা, প্রথম দিনেও এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন, আর তৃতীয় দিন অর্থাত্‍ শনিবার এক নয়, একঝাঁকত লোক একদম ঢুকে পড়লেন মাঠের মধ্যে! কোহলিকে ঘিরে উন্মাদনার পারচ যে চরমে, সে কথা বলার প্রয়োজন নেই আর! তবে দিল্লি পুলিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে!

কোহলির মতো ভিআইপি প্রোফাইলের একজন যখন মাঠে, তখন কী করে বারবার নিরাপত্তার ফাঁক গলে ভক্তরা ঢুকে পড়ছে। প্রথম দিন যেখানে একজন এসেছিলেন কোহলির কাছে, সেখানে এবার তিনজন ঢুকে পড়লেন খেলা চলাকালীন! সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও দ্রুততার সঙ্গেই নিরাপত্তাকর্মীরা মাঠে ঢুকে বিরাটের সামনে থেকে সেই তিন ভক্তকে সরিয়ে দেয়। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেই ভিড় ব্যবস্থাপনার পরিকল্পনার অভাব। 

আরও পড়ুন: রঞ্জিতে ১৫ হাজার দর্শক! ভোর ৬টা থেকে লাইন, বিরাট মহিমায় হতে পারত এক মহাবিপর্যয়…

রঞ্জিতে কোহলির উপস্থিতি নিঃসন্দেহে ঘরোয়া ক্রিকেটে পুনরুজ্জীবিত করেছে। যদিও কোহলির কামব্যাক একেবারেই স্মরণীয় হয়নি। ১৫ বল খেলার পর মাত্র ৬ রানে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। দর্শক মনে করেছিলেন যে, কোহলিকে দ্বিতীয় ইনিংসে তাঁরা ব্যাটিং করতে দেখতে পাবেন। তবে সেই সাধ আর পূরণ হয়নি। রেলওয়েজ প্রথমে ব্যাট করে ২৪১ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে দিল্লি ৩৭৪ রান করেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ একেবারেই দাঁড়াতে পারেনি। ১১৪ রানে গুটিয়ে যায়। দিল্লি ইনিংস ও ১৯ রানে আউট হয়ে যায়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link