WATCH | Virat Kohli Ranji Trophy Return: রঞ্জিতে ১৫ হাজার দর্শক! ভোর ৬টা থেকে লাইন, বিরাট মহিমায় হতে পারত এক মহাবিপর্যয়…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli Ranji Trophy Return)! ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার অর্থাত্‍ ৩০ জানুয়ারি দিল্লির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট খেলছেন রেলওয়েজের বিরুদ্ধে। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাটকে ঘিরে ঠিক যা যা ঘটল, তা অভাবনীয় বললেও কম! 

আরও পড়ুন: দলকে বাঁচিয়েই বাবার শেষকৃত্যে! বিপক্ষে ছিলেন রোহিতও, ফিরে দেখা রাজার রঞ্জির ঝলক…

এদিন বিরাটদর্শনের জন্য মানুষজন ভোর ৬টা থেকে স্টেডিয়ামের বাইরে লাইন দিয়েছিলেন, কোহলির এমনই মহিমা যে, মনে করা হয়েছিল, ভূমিপুত্রকে দেখতে ১০ হাজার লোক হয়তো মাঠে আসবেন। কিন্তু কোথায় কী, এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে ১৫ হাজার লোক এসেছেন মাঠে। অরুণ জেটলি স্টেডিয়ামের যে দিকেই তাকানো হচ্ছে, সে দিকে শুধুই মাথার ভিড়। 

দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা পিটিআইকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেছেন, ‘আমি ৩০ বছরেরও বেশি সময় ধরে দিল্লি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে। কিন্তু জীবনে রঞ্জি ট্রফির কোনও ম্যাচে এমন দৃশ্য দেখিনি। এটা শুধুই কোহলির অতুলনীয় জনপ্রিয়তাই প্রমাণ করে। তবে আমাদের কাছে আরও বেশি চ্যালেঞ্জিং ছিল যে, স্টেডিয়ামের বাইরের রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর ভিআইপি চলাচলের সঙ্গেই স্টেডিয়ামে ভক্তরা ঢুকেছেন। মোদীর কঠোর নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসেবে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য, পুলিস আমাদের জনসাধারণের জন্য আরও একটি স্ট্যান্ড খোলার নির্দেশ দিয়েছিল।’

আরও পড়ুন: ভারতের হয়ে খেলার জন্য কী করণীয়?’ বন্ধুর ছেলের প্রশ্নের উত্তরে হৃদয় জিতলেন কিং…

কোহলির খেলা যাতে দিল্লির বেশি সংখ্যক মানুষ দেখতে পারেন, সেই কারণে এই ম্যাচের কোনও টিকিট রাখা হয়নি। ফলে এদিন ভোর থেকেই ভালো আসনে বসার তাগিদেই মানুষ লাইন দিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। মহাকুম্ভে পদপিষ্ট ৩০ জনের মৃত্যুর ঘটনা নিয়ে সর্বত্র চর্চা চলছে! এই পরিস্থিতিতে ফের এক বড়  বড় দুর্ঘটনা ঘটতেই পারত। অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। উপচে ভড়া ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু দর্শক। ঠেলাঠেলিতে অনেকে পড়ে গিয়েছেন আবার মাটিতেও! কারোর কোলে আবার বাচ্চাও ছিল। 

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেয়েছেন নিরাপত্তারক্ষীরা। স্টেডিয়ামের গেটের বাইরে অসংখ্য জুতো পড়ে থাকার ছবিও ভাইরাল। জানা যাচ্ছে আহতদের অনেকেরই মাঠে চিকিত্‍সা হয়েছে। কাউকে আবার বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঠে দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। যত বার বড় পর্দায় কোহলিকে দেখানো হয়েছে, ততবার অনুগারী তারস্বরে চিত্‍কার করেছেন কোহলির নামে জয়ধ্বনি দিয়ে। এসবের মাঝেই এক যুবক কোহলিকে দেখতে ঢুকে পড়েন মাঠে। নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে সে স্লিপে দাঁড়ানো কোহলির কাছে গিয়ে তাঁর পা স্পর্শও করে ফেলেন!পরে তাঁকে ধরে বাইরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours