# Tags
#Blog

ঝুট-ঝামেলা সবই অতীত, আড্ডায় গম্ভীর-বিরাটের মুখে পুরনো সে দিনের কথা…

ঝুট-ঝামেলা সবই অতীত, আড্ডায় গম্ভীর-বিরাটের মুখে পুরনো সে দিনের কথা…
Listen to this article


কলকাতা: এক সময় দুজনের মুখ দেখাদেখি বন্ধ ছিল। মাঠে মুখোমুখি হলেই মাঝে মাঝে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বারবার। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বিরাট কোহলির (Virat Kohli) গত বছর পর্যন্ত অম্ল-মধুর সম্পর্ক সোশ্য়াল মিডিয়ার মুখরোচক টপিক ছিল। যদিও সেই সবই এখন অতীত। গত আইপিএলে কেকেআরের মেন্টর হয়ে এসেছিলেন গম্ভীর। দলকে চ্যাম্পিয়নও করেছিলেন। আর সেই টুর্নামেন্টেই আরসিবির বিরুদ্ধে কেকেআরের ম্য়াচের আগে অনুশীলনে বারবার একেবারে অন্য় ছবি দেখা গিয়েছে। যা ২ জনের সমর্থকদেরও অবাক করে দিয়েছে। একে অপরের সঙ্গে আড্ডা মারছেন, গল্প করছেন, আবার কখনও কথা বলতে বলতে হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন। 

ভারতীয় ক্রিকেট দলের কোচ হয়ে এসেছেন সম্প্রতি গম্ভীর। বিরাটের সঙ্গে সম্পর্কের বরফ যে গলেছিল তার আন্দাজ মিলেছিল আইপিএলেই। এবার জাতীয় দলেও ধীরে ধীরে দুজনে দুজনের ভাল বন্ধু হয়ে উঠছেন। এবার মুখোমুখি আড্ডায় উঠে এলে পুরনো দিনের অনেক স্মৃতি। একসঙ্গে ভারতীয় দলের খেলার সময়ের ঘটনা থেকে আইপিএলে ঝগড়া। খোলাখুলি আলোচনা হল। ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন গম্ভীর। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন বিরাটও। দু জনেই সেই ভিডিও ক্লিপ দেখলেন। একই সঙ্গে আড্ডা মারলেন জমিয়ে। যা ভারতীয় ক্রিকেট প্রেমীরাও দেখতে পারবেন বিসিসিআই টিভিতে। 

আড্ডার শুরুতেই এগারোর বিশ্বকাপ ও সেই ফাইনালে ৯৭ রানের ইনিংস প্রসঙ্গে গম্ভীর বলেন, ”আমি সেই সময় শুধু চাইছিলাম যে উইকেটে টিকে থাকতে হবে। আউট হলে হবে না, এটাই জানতাম। তবে বিরাট তুমি সেদিন দারুণ ইনিংস খেলেছিলে। তোমার ইনিংসটা আমাকেও উইকেটে টিকে রান করতে সাহায্য করেছিল।” গম্ভীর ফাইনালের প্রসঙ্গ টানতেই বিরাটও ফিরে যান ২০১১ ওয়াংখেড়ের সেই রাতে। তিনি বলেন, ”সেদিন মাঠে যখন ঢুকছিলাম তখন গ্যালারি পুরো চুপ ছিল। মনে হচ্ছিল কোনও শ্মশানে এসেছি। সেদিন তুমি তখন আমাকে বলেছিলে পার্টনারশিপ গড়তে হবে। এরপর সেই চেষ্টাই আমরা করে গিয়েছি। তোমার ইনিংসটা কোনওদিনও ভোলার নয়।” 

২০১৪-১৫ অস্ট্রেলিয়া সফরে বিরাটের দুরন্ত পারফরম্য়ান্সের সঙ্গে নিজের নেপিয়ারের ইনিংসের তুলনা টেনে গম্ভীর বলেন, ”অস্ট্রেলিয়া সফরে ২০১৪-১৫ মরশুমে তুমি যেমন খেলেছিলে, তা এক কথায় দুর্দান্ত। প্রতি ম্য়াচে রান করছিলে টানা। আত্মবিশ্বাসী ছিলে। আমি নেপিয়ারে ১৩৭ রানের যে ইনিংস খেলেছিলাম, সেখানেও এমনই আত্মবিশ্বাসী হয়ে খেলেছিলাম। তোমার মনের অবস্থা কেমন ছিল, নিজেও বুঝতে পেরেছি আমি।” উল্লেখ্য, সেবার অস্ট্রেলিয়া সফরে বিরাটের ব্যাট থেকে অ্যাডিলেডে এসেছিল ১১৫, মেলবোর্নে ১৬৯ ও সিডনিতে ১৪৭ রান এসেছিল।

 


আড্ডায় একটি অংশ দেখা যায় যে বিরাট ভারতীয় দলের হেডকোচকে প্রশ্ন করছেন, ”মাঠে খেলার সময়, ব্যাটিংয়ের সময় তুমি প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে। তা কোনওভাবে কি তোমার মনঃসংযোগে ব্যাঘাত ঘটাত? কোনও সমস্যা হয়েছে?” কোহলির এই প্রশ্নের উত্তরে হেসেই সঙ্গে সঙ্গে প্রাক্তন বাঁহাতি ওপেনার জানান, “আমার থেকে মাঠে তোমার ঝগড়া বেশি হয়েছে। তাই আমার মনে হয় তুমি এই প্রশ্নের জবাব ভাল দিতে পারবে।” দুজনেই হেসে ওঠেন এরপর। 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal