জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে (IND vs AUS Champions Trophy 2025 Semi-Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত মুখোমুখি হয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার। যে জিতবে, সে চলে যাবে ফাইনালে। নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে।
এবার ভারতের রান তোলার পালা… প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৯ ওভার শেষে ভারত ২ উইকেট (শুভমন গিল ৮, রোহিত শর্মা ২৮) হারিয়ে ৯২ রান তুলেছে। বিরাট কোহলি (Virat Kohli) ২৬ রানে ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ২৯ রানে ব্যাট করছেন…
আরও পড়ুন: জাদেজা কেন বাধ্য হলেন সুরক্ষাকবচ খুলতে! কোন নিয়মে আটকেও ফের অনুমতি দিলেন আম্পায়ার?
এদিন কোহলি ফিল্ডিং করার সময় দু’টি ক্যাচ নিয়েছেন। জশ ইংলিস ও নাথান এলিস তাঁর হাতেই ধরা পড়েছেন। ক্যাচের পর ক্যাচেই হয়েছে রেকর্ডের পর রেকর্ড! ইন্দো-অজি মহাযুদ্ধে চর্চায় কোহলির ‘হাতযশ’! ওডিআই ক্রিকেটে সর্বাধিক ক্যাচ (উইকেটরক্ষক বাদে) নেওয়া ক্রিকেটার হিসেবে কোহলি চলে গেলেন দুয়ে! একে রয়েছেন মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) (৪৪৮ ম্যাচে ২১৮টি ক্যাচ) দুয়ে কোহলি (ভারত) (৩০১ ম্যাচে ১৬১টি* ক্যাচ),তিনে রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)(৩৭৫ ম্যাচে ১৬০টি ক্যাচ), চারে মহম্মদ আজহারউদ্দিন (ভারত) (৩৩৪ ম্যাচে ১৫৬টি ক্যাচ), রস টেলর (নিউজিল্যান্ড) (২৩৬ ম্যাচে ১৪২টি ক্যাচ)
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি আউটফিল্ড ক্যাচে সবার আগে কোহলির নাম উঠে এসেছে। তিনি ৩৩৬টি ক্যাচ নিয়েছেন। দুয়ে রাহুল দ্রাবিড় (৩৩৩), তিনে আজহারউদ্দিন (২৬১), চারে সচিন তেন্ডুলকর (২৫৬), পাঁচে রোহিত শর্মা (২২৯), ছয়ে বীরেন্দ্র শেহওয়াগ (১৮২), সাতে ভিভিএস লক্ষ্মণ (১৭৪), আটে সৌরভ গঙ্গোপাধ্যায় (১৭০), নয়ে সুরেশ রায়না (১৬৭), দশে অজিঙ্কা রাহানে (১৬৬) ও এগারো নম্বরে রবীন্দ্র জাদেজা (১৫০)
কোহলি এদিন তাঁর অসাধারণ কেরিয়ারে আরেও একটি মাইলফলক তৈরি করেছেন। সচিন তেন্ডুলকর (৭১) ও এমএস ধোনির (৫৫) পর তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০টা ওডিআই খেললেন। চারে আছেন রোহিত শর্মা (৪৬) ও পাঁচে রবীন্দ্র জাদেজা (৪৫)
১৮ দিন পর শুরু ১৮তম আইপিএল, ১০ অধিনায়ককে চেনেন? কেউ গেমচেঞ্জার, তো কেউ বিশ্বকাপজয়ী
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours