NOW READING:
Virat Kohli: ‘অবুঝ’ বিরাট বিমানবন্দরে মেজাজ হারালেন, রাজার এ কেমন আচরণ! ছিঃ
December 19, 2024

Virat Kohli: ‘অবুঝ’ বিরাট বিমানবন্দরে মেজাজ হারালেন, রাজার এ কেমন আচরণ! ছিঃ

Virat Kohli: ‘অবুঝ’ বিরাট বিমানবন্দরে মেজাজ হারালেন, রাজার এ কেমন আচরণ! ছিঃ
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে প্রায় মেজাজ হারান তিনি। বিরোধী দলের ব্যাটসম্যানকে স্লেজিং করা যেন বাঁ হাতের কাজ তাঁর। কোন প্লেয়ার তাঁকে কিছু বলার আগে দুবার ভাবেন। কিন্তু সেই ‘মেজাজি’ কিং কোহলি বিমানবন্দরেই হারালেন নিজের মেজাজ। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে মোটেও ফর্মে নেই বিরাট কোহলি। অনেকেই বলছেন বাদ দেওয়ার কথাও। 

আরও পড়ুন: EXPLAINED | WATCH | R Ashwin Retires: আচমকাই কেন অবসরে অশ্বিন? বিস্ফোরক তথ্য বাবার! আকস্মিকতায় অঝোরে কাঁদছেন মা…

এইমত পরিস্থিতিতে মাঠের বাইরেও বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সেই টেস্ট খেলতে বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছে গেলেন কোহলিরা। আর বিমানবন্দরে পা রাখা মাত্রই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, জানা যাচ্ছে, মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্কট বোল্যান্ড। জস হ্যাজেলউডের জায়গায় সিরিজের বাকি দুই টেস্টে যিনি খেলবেন। তবে কোহলি বিমানবন্দরে প্রবেশ করতেই সমস্ত চ্যানেল এবং মিডিয়া কর্মীরা কোহলির দিকে ক্যামেরা তাক করেন। এতেই ক্ষেপে যান মহাতারকা।

আরও পড়ুন: EXPLAINED | Rohit Sharma Retirement: ‘দলের বোঝা হতে…’ এবার অবসরে অধিনায়ক রোহিত শর্মাও! মহাপ্রলয় ভারতীয় ক্রিকেটে…

বিরাট প্রথম থেকেই নিজের ফ্যামিলী নিয়ে খুব সেনসিটিভ। বিশেষ করে তাঁর বাচ্চাদের নিয়ে। মিডিয়াকে বারবার বলেন ক্যামেরা বাচ্চাদের উপর না আনতে। এই মত পরিস্থিতিতে ক্যামেরা সোজা জুম করা হয় বাচ্চাদের উপর। তাতেই মেজাজ হারান তিনি। এক সংবাদিক জানান, “অপেক্ষমাণ ক্যামেরা তাঁর পরিবারের ছবি তুলছে এটা ভাবার পরেই কোহলি কিছুটা ক্রুদ্ধ হন। তবে শীঘ্রই তাঁর এই ভুল ভাবনার অবসান ঘটে।” সাংবাদিকদের তরফে জানিয়ে দেওয়া হয়, কোহলির পরিবারের ছবি মোটেও ক্যামেরাবন্দি করা হয়নি। সিরিজ বর্তমানে ১-১ অবস্থায় রয়েছে। প্ৰথম টেস্টে পারথে ভারত বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর এডিলেডে শোচনীয় হার হজম করে। ব্রিসবেনে আবার খারাপ আবহাওয়ায় ম্যাচ ড্র হয়ে গিয়েছে। মেলবোর্নে ভারত সিরিজে এগিয়ে যেতে পারে কিনা, সেদিকেই আপাতত নজর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link