জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গ্রুপ ‘এ’র প্রথম দুই সেমিফাইনালিস্ট- ভারত ও নিউ জ়িল্যান্ড, রবিবার, আজ দুবাইয়ে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। এই ম্যাচ যে জিতবে সে গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার মগডালে চড়েই সেমি খেলবে। দু’দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও জেতা-হারায় কারোরই নকআউটের রাস্তায় বোল্ডার পড়বে না। কারণ সেমির টিকিট আগেই কনফার্মড হয়ে গিয়েছে। এদিন বিরাট কোহলি খেলছেন কেরিয়ারের ৩০০তম ওডিআই (Virat Kohli’s 300th ODI)।
আরও পড়ুন: ‘অবাধ্যতায়’ মেলেনি বোর্ডের বার্ষিক চুক্তি! এখন কীভাবে ফিরে পাওয়ার যোগ্য শ্রেয়স?
৩৬ বছরের বিরাট আজ কিংবদন্তি। ১৭ বছর আগে কেরিয়ারের প্রথম ওডিআই খেলেছিলেন বিরাট। ২০০৮ সালের ১৮ অগাস্ট ডাম্বুলায় মাহেলা জয়বর্ধনের শ্রীলঙ্কার বিরুদ্ধে এমএস ধোনির ভারতের হয়ে কোহলির ওডিআই অভিষেক হয়েছিল পাঁচ ম্যাচের সিরিজে। অধুনা কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নেমে জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক ওডিআই ম্যাচে কোহলি করেছিলেন ১২ রান। নুয়ান কুলাসেকারার বলে এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন।
এদিন কোহলি মাইলস্টোন ম্যাচে ১৪ বলে ১১ রান করে ফেরেন! মিচেল স্যান্টনার এদিন টস জিতে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। ভারত প্রথমেই মুখ থুবড়ে পড়ে। ৭ ওভারের ভিতর ৩০ রানে চলে যায় টপ অর্ডার। শুভমন গিল (২) ও রোহিত (১৫) ফিরে যাওয়ার পর সকলের চোখ ছিল বিরাট কোহলির দিকে। কিন্তু কোহলি পারেননি বড় রানের ইনিংস খেলতে। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপের অসাধারণ ক্যাচ কোহলিকে ফিরিয়ে দেয়। এদিন কোহলি ব্যর্থ হয়েও ইতিহাস লিখলেন। তিনি যা করলেন তা বিশ্বের কোনও ক্রিকেটার আগে করতে পারেননি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
কোহলি সপ্তম ভারতীয় এবং ১৮ নম্বর ক্রিকেটার হিসেবে ৩০০ নম্বর ওডিআই খেলছেন। কোহলি একদিনের ক্রিকেটা ৩০০ তম ম্যাচ খেলার আগে কম করে ১০০ টেস্ট এবং ১০০ টি-টোয়েন্টিআই খেলেছেন। বিশ্বের বাকি ১৭ ক্রিকেটার কখনই ৩০০ ওডিআই খেলার আগে বা পরে ক্রিকেটের বাকি দুই সংস্করণে ১০০ করে ম্যাচ খেলেননি।
আরও পড়ুন: সেই ‘ফ্লাইং ফিলিপ’, নিলেন কোহলির অবিশ্বাস্য ক্যাচ! অনুষ্কার প্রতিক্রিয়া ভাইরাল…
৩০০টি ওডিআই খেলা ক্রিকেটারদের তালিকা
শাহিদ আফ্রিদি: ৩৯৮
ইনজামাম-উল-হক: ৩৭৮
রিকি পন্টিং: ৩৭৫
ওয়াসিম আক্রম: ৩৫৬
এমএস ধোনি: ৩৫০
মুথাইয়া মুরলীধরন: ৩৫০
রাহুল দ্রাবিড়: ৩৪৪
মহম্মদ আজহারউদ্দিন: ৩৩৪
তিলকরত্নে দিলশান: ৩৩০
জ্যাক ক্যালিস: ৩২৮
স্টিভ ওয়া: ৩২৫
চামিণ্ডা ভাস: ৩২২
সৌরভ গঙ্গোপাধ্যায়: ৩১১
অরবিন্দ ডি সিলভা: ৩০৮
যুবরাজ সিং: ৩০৪
শন পোলক: ৩০৩
ক্রিস গেইল: ৩০১
বিরাট কোহলি: ৩০০*
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)