Operation Sinddor Day 3: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। চলছে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। হামলা এবং পালটা হামলায় ভারত-পাকিস্তান (IND vs PAK) উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের দুই বিশ্ববিখ্যাত ‘ব’-বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা (Virat Kohli and Jasprit Bumrah) ভারতীয় সেনাকে কুর্নিশ করলেন।
আরও পড়ুন: ভারতের প্রবল ভয়ে জিন্নাহকে স্মরণে করে অঝোরে কাঁদছেন পাকিস্তানের বাবর আজম…
সেনাদের ভূয়সী প্রশংসায় কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কঠিন সময়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে একাত্ম বোধ করছি। তাঁদের সেলাম জানাই। আমাদের মহান জাতির জন্য সেনার অটল সাহসিকতা এবং তাঁদের পরিবারের আত্মত্যাগের জন্য আমাদের বীরদের কাছে চিরকাল ঋণী থাকব আমরা।’ বুমরার এক্সে ফুটে উঠল, ‘আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা তাxদের স্যালুট জানাই এবং আমাদের নিরাপদ রাখার জন্য তাঁরা যা কিছু করেন তার জন্য চিরকাল তাঁদের কাছে ঋণী থাকব।’
আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, আইপিএলের মাঝেই চরম সিদ্ধান্ত রোহিতের, বুক ভেঙে গেল ভক্তদের…
বিরাট-বুমরা, দু’জনেই এখন ব্যস্ত আইপিএলে নিজেদের ফ্যাঞ্চাইজির হয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি খেলছেন। মুম্বই ইন্ডিয়ান্সকে সার্ভিস দিচ্ছেন বুমরা। প্লে-অফের সাপলুডো খেলায় এই দুই দলই রয়েছে ভীষণ ভাবে। তবে আপাতত নিরাপত্তাজনিত কারণে আইপিএল এক সপ্তাহের মতো স্থগিত। বোঝা যাচ্ছে যে, বিসিসিআই সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত ভেন্যু পরিবর্তন-সহ সকল বিকল্প বিবেচনা করেছে। ধরমশালায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পরেই এই আপডেট এসেছে। মনে করা হচ্ছে যে, আইপিএলের বাকি অংশ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পরে অনুষ্ঠিত হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)