# Tags
#Blog

Virat Kohli: পিছিয়ে গেলেন ২ ধাপ, ICC-র টেস্ট ব্যাটারদের তালিকায় বিরাট-পদস্খলন!

Virat Kohli: পিছিয়ে গেলেন ২ ধাপ, ICC-র টেস্ট ব্যাটারদের তালিকায় বিরাট-পদস্খলন!
Listen to this article


দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ২০ জনের মধ্যেও জায়গা ধরে রাখতে পারলেন না বিরাট কোহলি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় ৮ ধাপ পিছিয়ে পড়েছেন বিরাট। আপাতত তাঁর স্থান ২২ নম্বরে। মূলত নিউজিল্যান্ড সিরিজে বিপর্যয়ের জেরেই বিরাটের এই পদস্খলন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে বিরাটের মোট ৯৩ রান করেছেন। তার আগে বাংলাদেশ সিরিজেও বিশেষ রান আসেনি বিরাটের ব্যাট থেকে। একই অবস্থা অধিনায়ক রোহিত শর্মারও। রোহিতও টেস্ট ক্রমতালিকায় দুধাপ পিছিয়ে আপাতত রয়েছেন ২৬ নম্বরে। অথচ, দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী আইসিসি ক্রমতালিকায় উপরের সারিতেই থেকেছেন।
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ক্রমতালিকায় বিরাট লাফ দিলেন ঋষভ পন্থ। তিনি পুনরায় টেস্ট ব্যাটারদের তালিকার প্রথম দশে ঢুকে পড়লেন। পন্থ ব্যক্তিগত আইসিসি ক্রমতালিকায় ৫ ধাপ উন্নতি করে ছয় নম্বরে চলে এসেছেন। মুম্বই টেস্টের আগে তিনি অবস্থান করছিলেন ১১ নম্বরে। আইসিসির টেস্ট ব্যাটারদের সেরা দশে পন্থ ছাড়াও রয়েছেন যশস্বী জসওয়াল। প্রথম কুড়ির মধ্যে রয়েছেন আর এক ভারতীয়। তিনি শুভমান গিল। টিম ইন্ডিয়ার তরুণ ডানহাতি ব্যাটার রয়েছেন ১৬তম স্থানে। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ভারতের মানরক্ষা করেছেন এই তিন তরুণ তুর্কিই।

আরও পড়ুন:Peru footballer: ম্যাচ চলাকালীন বজ্রপাত! মৃত এক ফুটবলার, আহত অনেকেই…

অন্যদিকে, যশস্বীকে টপকে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকার তিন নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার হলেন জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় এখনও তৃতীয় স্থানে রয়েছেন ভারতের। যশপ্রীত বুমরা। পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ফর্মে ছিলেন না অশ্বিনও। একধাপ নেমে তিনি আপাতত পঞ্চম স্থানে। রবীন্দ্র জাদেজা আপাতত রয়েছেন ষষ্ঠ স্থানে। তিনি অবশ্য দুধাপ উপরে উঠেছেন। টেস্ট অলরাউন্ডারের ক্রমতালিকায় এখনও প্রথম এবং দ্বিতীয় স্থানে অবশ্য রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal