NOW READING:
Couple Caught in Train Bathroom: এক্সপ্রেস ট্রেনে দুরন্ত গতিতে দুষ্টুমি! যুগলের টয়লেট-এক প্রেমকথার উষ্ণতা ক্যামেরাবন্দি…
March 27, 2025

Couple Caught in Train Bathroom: এক্সপ্রেস ট্রেনে দুরন্ত গতিতে দুষ্টুমি! যুগলের টয়লেট-এক প্রেমকথার উষ্ণতা ক্যামেরাবন্দি…

Couple Caught in Train Bathroom: এক্সপ্রেস ট্রেনে দুরন্ত গতিতে দুষ্টুমি! যুগলের টয়লেট-এক প্রেমকথার উষ্ণতা ক্যামেরাবন্দি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক তথ্য, ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসে যা দেখে চমকে উঠতে হয়। এদিন এক্সপ্রেস ট্রেনের কামরার এমনই ভিডিয়ো সাড়া ফেলে ইন্টারনেটে। চলন্ত ট্রেনের ভেতরে এক অস্বাভাবাকি ঘটনা নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা বারবার ট্রেনের তালাবদ্ধ বাথরুমের দরজা খোলার চেষ্টা করছেন, কিন্তু ভেতর থেকে কোনও সাড়া পাচ্ছেন না। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

কিছুক্ষণ পর, একজন তরুণী বেরিয়ে আসেন এবং কিছুক্ষণ পরেই একজন যুবক তার পিছু পিছু আসেন। আর এই অপ্রত্যাশিত ঘটনাই অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। পরিস্থিতি নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। না জানিয়ে এই দৃশ্য রেকর্ডও করেছেন কোনও সহযাত্রী। কেউ কেউ এই বিষয়টি তাদের ব্যক্তিগত বলে মনে হলেও কারও মতে এটা রেলওয়ের নিয়ম বর্হিভূত। 

যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল। 

তবে ভারতীয় রেলওয়ের নিয়ম অনুসারে, ট্রেনের সুবিধার অপব্যবহার করা বা জনসাধারণের স্থানে অনুপযুক্ত আচরণ করা শাস্তিযোগ্য অপরাধ। কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নেয়, তাহলে জড়িত ব্যক্তিদের শাস্তির মুখোমুখি হতে হতে পারে। তবে, এখনও পর্যন্ত এবিষয়ে অভিযোগের খবর পাওয়া যায়নি। তবে এই ভাইরাল ফুটেজ অনলাইনে বিতর্ক তৈরি করছে, কেউ কেউ রেলওয়েকে তাদের নিয়ম অনুযায়ী কাজ করার পরামর্শও দিচ্ছেন। আবার কেউ কেউ এটিকে অতিরঞ্জিত খবর বলে উড়িয়ে দিচ্ছেন। 

আরও পড়ুন, Gwalior Shocker: ‘১২ বছর ধরে চলছে পরকীয়া! আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে যায়’, বিস্ফোরক দাবি স্বামীর! রহস্য গোয়ালিয়রে…

আরও পড়ুন, Accident: অদৃষ্টের লিখন! মেয়ের শ্রাদ্ধ সেরে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা! নিয়তি কাড়ল মা-বোনকেও…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link