নয়া দিল্লি: ঘরের উপর যে এমন বিপদ ওৎ পেতে আছে স্বপ্নেও ভাবতে পারেনি ওই পরিবার। আর চার পাঁচটা দিনের মতোই স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু এরপরই যে নেমে আসবে বিপদ তা ভাবতে পারেননি কেউই। বসার ঘরে আচমকাই সোফার উপর পড়ল দানবাকৃতি পাইথন। বীভৎস দেখতে ওই প্রাণীকে অকস্মাৎ দেখে আতঙ্কে চিৎকার শুরু করে পরিবার।
তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরকে। তাঁরা এসে কোনওরকমে উদ্ধার করে পাঁচ ফিটের বেশি দৈর্ঘ্যের এবং ৮০ কিলোগ্রাম ওজনের ওই সাপটিকে। ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বিশাল লম্বা সাপটি ছাদ ভেঙে সোফার উপর পড়েছে।
আরও পড়ুন, বিয়েতে কোটি টাকা ভর্তি সুটকেস, বিলাসবহুল গাড়ি, পুরোহিতকে ১১ লক্ষ দান! ‘এত পয়সা কীভাবে’? প্রশ্ন নেটিজেনদের
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে গ্রীক পুরাণের ভয়ঙ্কর চরিত্র থেকে মেদুসা নাম দেয়া দীর্ঘতম সাপটির বিশ্ব রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে একই রেটিকুলেটেড পাইথন (ত্বকে জালের মতো ছাপের জন্য পরিচিত) প্রজাতির আরও একটি অজগর সাপ। মালয়েশিয়ার পেনাং আইসল্যান্ডের ছোট শহর পায়া তেরুবংয়ে এক ফ্লাইওভার নির্মাণ এলাকায় ধরা পড়া সাপটি ৮ মিটার (২৬ ফুট ২ ইঞ্চি) দীর্ঘ বলে প্রাথমিকভাবে জানা গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যাওয়া এই সাপগুলো দীর্ঘতম সরীসৃপ প্রজাতি বলে বিবেচিত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন