NOW READING:
বিয়ের মণ্ডপে সাত মেয়েকে সিঁদুর পরালেন বর, বাদ গেল না শ্যালকও !
January 29, 2025

বিয়ের মণ্ডপে সাত মেয়েকে সিঁদুর পরালেন বর, বাদ গেল না শ্যালকও !

বিয়ের মণ্ডপে সাত মেয়েকে সিঁদুর পরালেন বর, বাদ গেল না শ্যালকও !
Listen to this article


 

Offbeat News: একই মণ্ডপে বউ (Bride) ছাড়াও আরও ৬ মহিলাকে সিঁদুর পরাচ্ছেন বর (Groom)। শেষে বাদ যাচ্ছে না তার শ্যালকও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হয়েছে অদ্ভূত এক ভিডিয়ো। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে (Instagram)।  

আসলে ঠিক কী ঘটেছে এই ভিডিয়োকে কেন্দ্র করে 
সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মণ্ডপে নিজের স্ত্রীকে সিঁদুর পরানোর পর পিছনে বসে থাকা ৬ মেয়েকে সিঁদুর পরায় পাত্র। এরপর বরকে ডেকে মাথা বাড়িয়ে দেয় তার শ্যালক। বিয়ের অনুষ্ঠানে এই অস্বাভাবিক কাজ দেখে হতবাক হতে পারেন আপনিও। কিন্তু সম্বিত ফিরবে এরপরই। আপনি বুঝতে পারবেন, কেবল সোশযাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এই কাজ করা হয়েছে।  যা নতুন করে বড় বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছে, পবিত্র বিয়ের ঐতিহ্যকে নিয়ে যারা মজা করে, তারা কেমন মানুষ ?

ভিডিয়ো নিয়ে কী বলছে সোশ্যাল মিডিয়া
ভিডিয়োটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নেটিজেনদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে৷ অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ের পবিত্র সম্পর্ককে উপহাস করা যায় কিনা। কেবল ভাইরাল হওয়ার জন্য এই কাজ করা যায় কিনা। বিতর্কিত এই ভিডিয়ো নানহে নাদান (@actor_nanhe) নামের একজন ইউজার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যিনি নিজেকে বরের শ্যালক বলে দাবি করেছেন। ভিডিয়োতে লেখা হয়েছে , ‘ দুলহন কে সাথ শালি ফ্রি’।

বিতর্কিত ভিডিয়ো নিয়ে তোলপাড়
ইতিমধ্যেই ভিডিয়োটি দ্রুত ট্র্যাকশন পেয়েছে। লক্ষাধিক লাইক ও শেয়ার সহ 1.13 কোটিরও বেশি ভিউ সংগ্রহ করেছে ভিডিয়ো৷ হাজার হাজার ব্যবহারকারী ক্লিপটিতে মন্তব্যও করেছেন।একজন ব্যবহারকারী যেমন বলেছেন, “এই ধরনের লোকেরা ধর্মকে উপহাস করে।”কেউ আবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমাদের সম্প্রদায়ে যদি এটি ঘটে থাকে, তবে আমরা জুতো দিয়ে বরকে পেটাতাম।” আরেকজন বলেছেন, “এরা এখনও পরিণত হয়নি। ভাইরাল ভিডিও করার জন্য যা খুশি করছে, তারা বুঝতে পারছে না তারা কী করছে।”

আরও পড়ুন : Donald Trump: আয়কর দিতে হবে না আমেরিকানদের, অন্য দেশে আরও শুক্ল চাপাবেন ট্রাম্প, বড় মন্তব্য ডোনাল্ডের

আরও দেখুন



Source link