# Tags
#Blog

২১ জনকে ঠকিয়ে ১৮ লক্ষ টাকা লুট ! সেই টাকায় অপারেশনের খরচ জুগিয়ে প্রেমিকার বরকে বাঁচালেন ব্যক্তি

২১ জনকে ঠকিয়ে ১৮ লক্ষ টাকা লুট ! সেই টাকায় অপারেশনের খরচ জুগিয়ে প্রেমিকার বরকে বাঁচালেন ব্যক্তি
Listen to this article


কলকাতা: বিগত ৩ বছর ধরে পরপর এটিএম নিয়ে জালিয়াতির (Fraud Alert) খবর আসছিল পুলিশের কাছে, অভিযোগ জমা হচ্ছিল একের পর এক। পুনে পুলিশ সম্প্রতি এই এটিএম জালিয়াতির মাস্টারমাইন্ডকে আটক করেছে। আর এই ব্যক্তি মোট ২১ জন লোককে ঠকিয়ে তাদের থেকে মোট ১৭.৯ লক্ষ টাকা লুট করেছেন। ৫২ বছর বয়সী এই ব্যক্তির নাম রাজীব প্রহ্লাদ কুলকার্নি। মূলত প্রবীণ নাগরিকদের (Viral news) টার্গেট করতেন তিনি। আর তাদের কার্ড পালটে গোপনেই টাকা তুলে নিতেন। খুবই পরিকল্পনামাফিক চলছিল এই জালিয়াতি।

কর্ণাটকের মাইসোর জেলার নেতাজীনগরের বাসিন্দা কুলকার্নি এই টাকা লুট করে যে শুধু নিজের খরচ জোগাতেন তা নয়। এই টাকা দিয়ে তিনি একটি গাড়ি কিনেছেন, একটি স্কুটার কিনেছেন এবং তার প্রেমিকার বরের হার্ট অপারেশনের টাকাও জুগিয়েছেন। আবার এক বন্ধুর চিকিৎসার খরচও দিয়েছিলেন তিনি এই টাকা থেকেই। এমনটাই জানা গিয়েছে সংবাদসূত্রে।

২ ফেব্রুয়ারি কর্ণাটক পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হলে সিসিটিভি ফুটেজ দেখে এই ব্যক্তিকে শনাক্ত করে তাঁকে গ্রেফতার করে পুলিশ। নভী পেঠের গঞ্জাবী চকে একটি এটিএমে এক প্রবীণকে ঠকিয়ে তার অ্যাকাউন্ট থেকে ২২ হাজার টাকা তুলে নিয়ে পালাতে দেখা যায় কুলকার্নিকে। থানায় আটক করে রাখা হয়েছে তাঁকে, তার বাড়ি থেকে মোট ১৬৬টি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। তার প্রেমিকাকে যে গাড়ি উপহার দিয়েছিলেন তিনি, তাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

মোট ১৬টি মামলা দায়ের হয়েছে তার নামে ইতিমধ্যেই। আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা থানাতে এই অভিযোগ দায়ের হয়েছে। ২০২২ সাল থেকে এই ব্যক্তি এভাবেই কার্ড বদলে দেওয়ার জালিয়াতি করছিলেন। এটিএম কিয়স্কে প্রবীণ নাগরিকদের টার্গেট করতেন কুলকার্নি। এটিএমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন, আর তারপর ভিতরে ঢুকে যেতেন প্রবীণ কাউকে দেখলে। তাদের সাহায্য করার ভান করতেন। আর এভাবেই তাদের পিন জেনে নিতেন কৌশলে এবং তাদের কার্ড বদলে একটি ব্লক হয়ে যাওয়া কার্ড ঢুকিয়ে দেখাতেন টাকা নেই। তারপর আসল কার্ড থেকে টাকা তুলে নিয়ে পালাতেন কুলকার্নি।

আরও পড়ুন: Tesla EV: এপ্রিলেই ভারতে আসতে পারে টেসলার প্রথম ইভি ! দাম শুনে অবাক হবেন

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal