# Tags
#Blog

হিন্দি ছবিতে অভিনয় করবেন কুম্ভমেলার ভাইরাল ‘মোনালিসা’ ? শীঘ্রই শুরু শ্যুটিং, কী জানালেন ?

হিন্দি ছবিতে অভিনয় করবেন কুম্ভমেলার ভাইরাল ‘মোনালিসা’ ? শীঘ্রই শুরু শ্যুটিং, কী জানালেন ?
Listen to this article


Viral News: কুম্ভমেলায় সকলের নজর কেড়েছিলেন ১৬ বছর বয়সী মোনালিসা। মধ্যপ্রদেশের খারগোনে জেলার মেয়ে মোনালিসা। আর প্রয়াগরাজের কুম্ভমেলায় (Kumbh Mela 2025) গিয়েই টেলিভিশন ও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন মোনালিসা (Monalisa)। তুমুল চর্চা চলেছে তাঁকে ঘিরে। সাম্প্রতিক খবরে (Viral News) জানা গিয়েছে, মোনালিসা এবারে হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন ভাইরাল ‘মোনালিসা’, এমনটাই জানা গিয়েছে। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক সনোজ মিশ্র। এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটিও পরিচালনা করেছেন তিনি। মোনালিসার বাড়িতে গিয়ে এই ছবির অফার দিয়েছেন পরিচালক, তার নিজের ইনস্টাগ্রামে এই ছবিও শেয়ার করেছেন তিনি।

খারগোনে জেলার মহেশ্বরের বাসিন্দা মোনালিসা ভোঁসলে, সেখানে ছোটবেলা থেকেই ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। উল্লেখযোগ্য যে, তার আসন্ন ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর শ্যুটিং শুরু হবে আগামী মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই।

চিত্র পরিচালক সনোজ মিশ্র সম্প্রতি মোনালিসা ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন তার আসন্ন ছবির বিষয়ে কথা বলার জন্য। ছবির নাম ‘দ্য ডায়েরি অফ মণিপুর’। তবে তাদের মধ্যে কী কথাবার্তা হয়েছে তা এখনও জানা যায়নি। পরিচালক সনোজ মিশ্র কিংবা মোনালিসা কেউই এই ব্যাপারে কিছু বলেননি এখনও পর্যন্ত।

নর্মদা নদীর ধারে কিলা ঘাটে বহুদিন ধরেই মোনালিসা ফুল বিক্রি করে আসছেন। এক কনটেন্ট ক্রিয়েটর যখন তাঁকে লক্ষ্য করেন কুম্ভমেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করতে, সেই ছবি ক্যামেরাবন্দি হতেই তুমুল ভাইরাল হয়ে পড়ে। তার আশ্চর্য দুই চোখের মায়ায় ভেসে যায় গোটা দেশ। আর মুহূর্তের মধ্যেই তাই মোনালিসা সমাজমাধ্যমে ‘ভাইরাল’ হয়ে ওঠেন। তার এই জনপ্রিয়তা তার ব্যবসাতেও প্রভাব ফেলে। তার থেকে মালা কেনার বদলে তার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। 

পৌষ পূর্ণিমার প্রথমদিনে পুণ্যস্নানে প্রয়াগরাজে ভিড় জমিয়েছিলেন ৫০ লক্ষেরও বেশি। এরই মধ্যে এক চিত্রগ্রাহকের নজরে আসে একটি মেয়ে। কাঁধে বিশাল এক ঝোলা, হাতে এত এত মালা। কোনওটি রুদ্রাক্ষের, কোনওটি পুঁতির, আরও হরেক রকমের। তবে চোখ দুটি বেশ নজরকাড়া। শ্যাম বর্ণ হলেও চোখ যেন চুম্বক। হাসিটিতেও অদ্ভুত যেন মায়া লেগে। সেই ছবি থেকেই নেটদুনিয়ায় ঝড় ওঠে মোনালিসাকে ঘিরে। 

আরও পড়ুন: Budget 2025: বাজেটের দিন শনিবারেও কি খোলা থাকবে শেয়ার বাজার ? NSE, BSE কী জানাল ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal