NOW READING:
 সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি ! 
January 20, 2025

 সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি ! 

 সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি ! 
Listen to this article


Maha Kumbh 2025 : মাত্র কয়েক দিনেই বদলে গেল মালা বিক্রেতার জীবন। রুপের আগুনে এখন সোশ্যাল (Social Media) মিডিয়া দাপাচ্ছেন এই সুন্দরী। মহাকুম্ভে মহাযোগের আবহে তাল কাটছে তার রুপের ছটা। এবার সেই ভাইরাল মোনালিসা (Viral Girl Monalisa) নামতে পারেন সিনেমায়। ঐশ্বর্য রাই (Aishwarya Rai) নিয়ে বললেন এই কথা। 

মহাকুম্ভে ভাইরাল এই সুন্দরী
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে এখন কোটি কোটি মানুষের সমাগম। সোশ্যাল মিডিয়ার যুগে মহাকুম্ভ সম্পর্কিত বিষয় নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের। কখনও আইআইটি বাবা, কখনও চিমতা বাবার ভিডিও নিয়ে তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম। এদের মধ্যে এক ব্য়তিক্রমী সুশ্রীর সন্ধান পেয়েছে সোশ্যাল মিডিয়া। যার নাম মোনালিসা, মহাকুম্ভে মালা বিক্রি করা মেয়ে এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। মূলত, কিশোরীর চোখ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। কেউ একজন মোনালিসার একটি ভিডিও তৈরি করে তা শেয়ার করেন। তারপরই তা ভাইরাল হয়ে যায়।

মোনালিসার সঙ্গে ছবি তুলতে ধাক্কাধাক্কি
ইতিমধ্যেই মোনালিসাকে এক পলক দেখতে তার সাথে ছবি তুলতে ভিড় জমাতে শুরু করেছে লোকজন। সাক্ষাৎকার দিতে দিতে হাফিয়ে উঠছে এই কিশোরী। মোনালিসার ভিডিও ইনস্টাগ্রাম এক্সে আসতেই দ্রুত ভাইরাল হচ্ছে। এরই মধ্য়ে কেউ একজন মোনালিসাকে সিনেমায় অভিনয়ের কথা বলেন। যদি বলিউডে কোনও ছবিতে কাজের প্রস্তাব আসে, তবে কী করবে কিশোরী ? যার উত্তরে মোনালিসা বলেন, তিনি অবশ্যই অভিনয় করতে চান।

রিলের জন্য হয়রানি করছে জনতা 
মোনালিসা আসলে একজন আদিবাসী মেয়ে, যে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। প্রয়াগরাজ মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রি করে সংসার চালায় সে। তার ভিডিও ভাইরাল হওয়ার পরে এখন  মহাকুম্ভে তাকে লোকে ঘিরে ধরছে। যা তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোনালিসার ভিডিও, সেলফি ও রিল তৈরি করে তাকে অনুসরণ করছে লোকজন। বাধ্য় হয়ে এখন তাকে সাধুদের তাঁবুতে আশ্রয় নিতে হয়েছে।

অপহরণের হুমকি কিশোরীকে
এবিপি নিউজের সঙ্গে আলাচারিতায় মোনালিসা বলেছে, সে ঐশ্বর্য রাই বচ্চনের মতো ছবিতে সফল হতে চান। ভাইরাল হওয়ার পর ক্রমবর্ধমান ভিড়ের চাপে তিনি মহাকুম্ভ ছেড়ে যান। রূপই এখন কাল হয়েছে এই কিশোরীর। মোনালিসা জানিয়েছে, কিছু লোক তাকে মহাকুম্ভ থেকে অপহরণের হুমকি দিয়েছে।

যোগীর দ্বারস্থ মোনালিসা
বাধ্য় হয়েই এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তার নিরাপত্তার কথা বলেছে এই কিশোরী। মোনালিসা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ছাড়াও তাকে ঘিরে মানুষের ভিড় বাড়ছে। যে কারণে তার পক্ষে মালা বিক্রি করা কঠিন হয়ে উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাকে। কারণ তার পরিবার ঋণ নিয়ে এখানে লাখ লাখ টাকার মালা বিক্রি করার জন্য এসেছে। ভিড় ঘিরে থাকায় এখন মালা বিক্রিতে সমস্যায় পড়ছে তারা।

আরও পড়ুন এখানে: Mutual Fund: বেতন যাই হোক, মাসে ২ হাজার জমিয়ে পেতে পারেন ২ কোটি

আরও দেখুন



Source link