WATCH | Vinod Kambli Health Update: কে বলবে তিনি সংকটজনক! হাসাপাতালে শুয়ে লড়াইয়ের গান, কাম্বলির গলায় ফ্রেডি মার্কারি..

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:8 Minute, 28 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একাধিক রোগ-ভোগে জর্জরিত বিনোদ কাম্বলি (Vinod Kambli Health Update), এখন প্রাক্তন ভারতীয় স্টার ক্রিকেটারের ঠিকানা থানের আক্রুতি হাসপাতালের আইসিইউ। ৫২ বছরের কাম্বলির মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, এরসঙ্গেই জুড়েছে মূত্রনালীর সংক্রমণ অর্থাত্‍ ইউরিনারি ট্র্য়াকট ইনফেকশন বা ইউটিআই। পাশাপাশি তাঁকে ভোগাচ্ছে হাইপোটেনশন (লো ব্লাডপ্রেসার) হাইপোক্যালেমিয়া (রক্তে পটাসিয়ামের মাত্রা কমে যাওয়া)। হাইপোক্যালেমিয়ার ফলে কাম্বলির পেশিতে টান ধরছে এবং তিনি দুর্বল বোধ করছেন। 

কাম্বলি আছেন কাম্বলিতেই। হাসপাতালের বিছানায় শুয়ে মিডিয়াকে তিনি বাইট দিচ্ছেন। পজিটিভিটির বার্তা ছড়িয়ে দিতে তিনি গানও ধরলেন। কে বলবে তিনি সংকটজনক! সংবাদসংস্থা এএনআই-এর প্রতিনিধি যখন কাম্বলির মুখের সামনে প্রতিক্রিয়া নেওয়ার জন্য় বুম ধরে জানতে চেয়েছিলেন যে, এখন তিনি কেমন বোধ করছেন? তখনই কাম্বলি গান ধরলেন। তাঁর গলায় শোনা গেল ফ্রেডি মার্কারিকে। ‘কুইন’ ব্য়ান্ডের আইকনিক গান We Are the Champions-এর কয়েক লাইন তিনি গেয়ে শোনান।

আরও পড়ুন: এখন ICU-তে সংকটজনক কাম্বলি, মস্তিষ্কে জমেছে রক্ত! চিকিত্‍সার বিপুল খরচ আসবে কীভাবে?

কাম্বলি বলেন, ‘আমি কখনও ক্রিকেট ছাড়ব না। আমার মনে আছে মোট ক’টি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি আমি করেছি। আমার পরিবারে তিনজন বাঁ-হাতি ব্য়াটার আছে। আমার ছেলেও বাঁ-হাতি।’ আসন্ন বর্ষশেষ ও বর্ষবরণের উত্‍সবে কাম্বলির বার্তা, ‘সবাই জীবন উপভোগ করুন, কিন্তু কেউ মদ্য়পান করবেন না।’ সচিন তেন্ডুলকরের প্রসঙ্গে কাম্বলির সংযোজন, ‘সচিনের কাছে আমি কৃতজ্ঞ। ও যেখানেই থাকুক, ওর আশীর্বাদ রয়েছে আমার সঙ্গে।’

ডাক্তার বিবেক ত্রিবেদীর টিমের পর্যবেক্ষণে রয়েছেন কাম্বলি। বিবেক ত্রিবেদী জানিয়েছেন, ‘শনিবার যখন কাম্বলিকে ভর্তি করা হয়েছি তখন ওঁর জ্বর ও মাথাঘোরা ছাড়াও প্রচণ্ড ব্যথা হচ্ছিল শরীরে। তিনি বসতেও পারছিলেন না, এমনকী হাঁটতেও পারছিলেন না তিনি। ভর্তির সময়েও তিনি তন্দ্রাচ্ছন্নই ছিলেন। তারপর আমরা যাবতীয় পরীক্ষার পর বুঝি যে, তাঁর ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার সঙ্গেই রয়েছে  মূত্রনালীর সংক্রমণ। সোডিয়াম-পটাসিয়াম নীচের দিকে ছিল। রক্তচাপও বেশ কম ছিল। এর ফলে ক্র্যাম্পও ধরে। আমরা এরপর অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করি। কাম্বলির ক্রমাগত পর্যবেক্ষণে রয়ছেন এবং অতিরিক্ত কিছু পরীক্ষা মঙ্গলবার করা হবে। এখন কাম্বলি ভালো আছেন। চিকিৎসায় ভালোই সাড়া দিয়েছেন তিনি। আগামী এক-দু’দিনের মধ্যে আমরা তাঁকে আইসিইউ থেকে বার করে আনব। আশা করছি আগামী তিন-চার দিনের মধ্যে আমরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেব। কাম্বলি দ্রুত ফিরে আসুক সুস্থ স্বাভাবিক জীবনে। এখন এমনই প্রার্থনা সকলের। 

আরও পড়ুন: ধোনির বাড়িতে রমরমিয়ে অবৈধ কাজ, কিংবদন্তিকে আইনি নোটিস! তোলপাড় ভারতীয় ক্রিকেট

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *