পদক সুনিশ্চিত করার থেকে মাত্র একধাপ দূরে, সেমিফাইনালে পৌঁছলেন বিনেশ
প্যারিস: প্রথম রাউন্ডের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ইউয়ি সুসাকি হারিয়েছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। কোয়ার্টার ফাইনালেও তাঁর বিজয়ধারা অব্যাহত। ইউক্রেনের ওকসানা লিভাচকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সেমিফাইনালে পৌঁছে গেলেন বিনেশ ফোগত।
প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর কুস্তিগীরকে হারিয়ে আশা জাগিয়েছিলেন বিনেশ। তবে কোয়ার্টার ফাইনালেও তাঁর প্রতিপক্ষ কিন্তু সহজ ছিল না। উপরন্ত, ২০১৬ সালে রিও এবং ২০২০ টোকিও, বিগত দুই অলিম্পিক্সেই কোয়ার্টার ফাইনালে বিনেশের সফর শেষ হয়ে গিয়েছিল। তাই তাঁর সামনে কোয়ার্টার ফাইনাল গাঁটও ছিল বটে। তবে ভারতীয় কুস্তিগীর কিন্তু দমে যাননি। বিশ্বের আট নম্বর কুস্তিগীর লিভাচের বিরুদ্ধেও জয় পেলেন ভারতের বিনেশ ফোগত। ম্যাচের স্কোরলাইন বিনেশের পক্ষে ৭-৫।
এর আগে লিভাচ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকও জিতেছিলেন। তাঁর আগের ম্যাচের মতো এ ম্যাচেও বিনেশের থেকে তাঁর প্রতিপক্ষকে বিশেষজ্ঞরা এগিয়ে রাখছিলেন। তবে সেয়ানে সেয়ানে টক্কর চলে। শুরুটা কিন্তু ভালভাবেই করেছিলেন ভারতীয় কুস্তিগীর। প্রথম রাউন্ডেই তিনি ২-০ এগিয়ে যাওয়ার পর আর লিড হাতছাড়া হতে দেননি। এক সময় লিভাচ স্কোর ৫-৪ করে ফেলেন। তবে মাথা ঠান্ডা রেখে নিজের লড়াই চালিয়ে যান ভারতীয় তারকা। শেষমেশ ২৯ বছর বয়সি ভারতীয় কুস্তিগীরই জয়ের হাসিটা হাসেন।
Women’s Freestyle 50 kg Quarter-Finals👇🏻
After upsetting #Tokyo2020 gold medallist🥇 Susaki, @Phogat_Vinesh 🇮🇳 next outclasses Ukraine’s🇺🇦 Oksana Livach 7-5 in the quarter-finals to advance to the semis of the #Paris2024Olympics.
With this win, Vinesh is now just one win away… pic.twitter.com/8iO5BeH2Hu
— SAI Media (@Media_SAI) August 6, 2024
আজ রাতেই নিজের সেমিফাইনাল ম্যাচে ফের একবার ম্যাটে নামবেন ভারতীয় তারকা কুস্তিগীর। সেই ম্যাচ জিতলেন বিনেশের অন্তত রুপো জয় সুনিশ্চিত। ইউসনেলিস গুজ়ম্যান লোপেজ়ের বিরুদ্ধে বিনেশের সেমিফাইনাল ম্যাচ। কিউবার প্রতিপক্ষের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করলে তো পদক অবশ্যই নিশ্চিত। তবে হারলেও কিন্তু বিনেশের পদক জয়ের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তিনি তৃতীয় স্থান দখল করার জন্য ব্রোঞ্জ পদকের ম্যাচে ম্যাটে নামবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এক থ্রোই যথেষ্ট, প্যারিসে জ্যাভলিনের ফাইনালে নীরজ, ব্যর্থ জীনা, ফাইনালে পাকিস্তানের নাদিমও
আরও দেখুন