# Tags
#Blog

‘মা আমি হেরে গিয়েছি’, আজ CAS-এ রায়দানের আগেই কুস্তি থেকে অবসর ঘোষণা বিনেশের

‘মা আমি হেরে গিয়েছি’, আজ CAS-এ রায়দানের আগেই কুস্তি থেকে অবসর ঘোষণা বিনেশের
Listen to this article


কলকাতা: ‘মা আমি হেরে গিয়েছি.. কুস্তি জিতে গিয়েছে’…

ভারতে তখন সবে সকাল। গত রাতেও গোটা ভারতবাসী শুতে গিয়েছিল আশায় বুক বেঁধে। আগামীকাল শুনানি। রায় পক্ষে গেলে ভারতের জন্য রুপো আনবেন ‘সোনার মেয়ে’। কিন্তু রায়ের জন্য অপেক্ষা করলেন না তিনি। বিনেশ ফোগত (Vinesh Phogat)। এক্স হ্যান্ডলে ভারতীয় সময় ভোর ৫টা নাগাদ তিনি পোস্ট করলেন, কুস্তি থেকে অবসরের। যাঁর নিশ্চিত ছিল অন্তত রুপো জয়, সেই বিনেশ ফোগতকেই বাদ যেতে হল অলিম্পিক্সের আসর থেকে। 

৬ অগাস্ট পর পর ৩টি ম্যাচ খেলে, অলিম্পিক্সের আসরে ভারতের জন্য রুপো জয় নিশ্চিত করেছিলেন বিনেশ। ৭ অগাস্ট ছিল কথা ছিল, সোনা জয়ের লক্ষ্যে কুস্তির আসরে নামবেন বিনেশ। অপেক্ষার প্রহর গুনছিল দেশ। কিন্তু ছন্দপতন। প্রতিযোগীতার দিন সকালে, মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ার ফলে, প্রতিযোগীতা থেকেই বাদ হয়ে যান বিনেশ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পঞ্চাশ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগত। তাঁর এই বিতাড়িত হওয়া নিয়ে তোলপাড় পড়ে যায়, ওঠে ষড়যন্ত্রের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে পিঠ চাপড়েও দিয়েছিলেন বিনেশের। তাঁর জন্য গলা ফাটিয়েছিল গোটা দেশ, বুধবার বিনেশের ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার খবরের পর তেকে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিনেশকে ‘সোনার মেয়ে’ বলে তাঁর পাশে দাঁড়িয়েছিল গোটা দেশ। আশা জাগিয়েছিল বিনেশকে নিয়ে শেষ পাওয়া খবরও। গতকালই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েছিলেন বিনেশ। আজ সেই মামলার শুনানি হবে বেলা সাড়ে ১১টা নাগাদ। রায় পক্ষে গেলে বিনেশের যুগ্ম রুপো জয়ের সম্ভাবনা রয়েছে, এমনকি সোনার জন্য লড়তে নামারও আবেদন জানিয়েছিলেন বিনেশ। 

কিন্তু সকালবেলা এক্স হ্যান্ডেলের একটা পোস্টে যেন সমস্ত আশা নিভে গেল এক মুহূর্তে। এক্স হ্যান্ডলে বিনেশ ভারতীয় সময় ভোর পাঁচটা নাগাদ ট্যুইট করেন, ‘মা কুস্তি জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। ক্ষমা করে দিও, তোমার স্বপ্ন, আমার মনোবল সব ভেঙে গিয়েছে। এর থেকে বেশি ক্ষমতা আর নেই আমার। বিদায় কুস্তি – ২০০১-২০২৪। আপনাদের কাছে চিরকাল ঋণী থাকব। ক্ষমা চাইছি।’ পোস্ট জোড়া হতাশা, ক্ষমার আর্তি। গতবছর যন্তর মন্তরের সামনে যিনি বুক চিতিয়ে লড়াই করেছিলেন, সেই বিনেশ কি অলিম্পিক্সের আসরের থেকে ছিটকে যাওয়ার ধাক্কা মেনেই নিতে পারলেন না? অপেক্ষা করতে পারলেন না আজকের রায়ের জন্য়ও? বিনেশের কাছে প্রশ্ন রয়ে গেল গোটা দেশের। 

 

আরও পড়ুন: Paris Olympis 2024: সোনা জয়ের লক্ষ্যে নীরজ, ব্রোঞ্জের লড়াই হরমনপ্রীতদের, এক নজরে অলিম্পিক্সে আজ ভারতের সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal