জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি নয়া প্রেমিকা গৌরী স্প্রাটের (Gauri Spratt) সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন আমির খান (Aamir Khan)। ৬০ বছরের জন্মদিনে নতুন জীবনসঙ্গীর কথা প্রকাশ্যে এনে সমালোচনার মুখে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ৬০ বছর বয়সে আমিরের প্রেম নিয়ে শুরু হয় নানা কুত্সা। এবার এই প্রসঙ্গে আমিরের পাশে দাঁড়ালেন পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt)।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
বিক্রম বলেন, “বয়স তো সংখ্যামাত্র। আমি যদি ৫০ বছর বয়সে বিয়ে করতে পারি, তাহলে ষাটে এসে আমির খানের সঙ্গী খুঁজে পেতে দোষ কোথায়? সুখ-স্বচ্ছন্দ্যে থাকার তো আর কোনও বয়স হয় না। বয়স বাড়লে সম্পর্কে যৌনসুখ নিয়ে আর ভাবনাচিন্তা থাকে না। তখন গুরুত্ব পায় কারও সাহচর্য। এবং কেউই এইবয়সে নিঃসঙ্গ হতে চায় না। এই বয়সে প্রয়োজন এমন একজন সঙ্গীর যে তোমার হাত ধরে থাকবে, তোমাকে বুঝবে এবং কঠিন সময়ে তোমার পাশে থাকবে। আমি তো আমিরের জন্য দারুণ খুশি। ওঁর জন্য শুভেচ্ছা রইল। এত ভালো একজন মানুষ ও, ওঁর আদতেই সঙ্গীসুখ প্রাপ্য।”
৬০ বছরের জন্মদিনের পার্টিতে গৌরীর সঙ্গে পরিচয় করিয়েছেন আমির খান। তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট বর্তমানে ‘টক অফ দ্য টাউন’। এক সন্তানের মা তিনি। মিস্টার পারফেকশনিস্ট নিজেই জানিয়েছেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে দেড় বছর সংসার করছেন তিনি। তবে বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁদের। আমিরের প্রেমের খবরে যখন সরগরম বলিপাড়া, তখন ইতি-উতি ‘প্রৌঢ়’ সুপারস্টারকে নিয়ে চটুল খবর রটছে, আমিরের যৌন জীবন নিয়েও কাটাছেঁড়া চলছে। এই সময়েই আমিরের পাশে পুরনো বন্ধু বিক্রম।
আরও পড়ুন- IT Professional: মাইনে দেড় লাখ, তাও ধার নিতে হয় মাসশেষে! বেঙ্গালুরুর দুঃসহ দিনকালে IT কর্মী বেহাল…
সম্প্রতি নিজের ৬০ তম জন্মদিনে আমির জানান, তিনি ও গৌরী একসঙ্গে থাকছেন গত দেড় বছর, কিন্তু কোনওভাবেই জানতে পারেননি পাপারাজ্জিরা। মজা করেই আমির বলেন যে, ‘আমার বাড়ির উপর ওদের নজর কম’। গৌরীর কথা প্রকাশ্যে আসার পরেই ভাইরাল একটি ভিডিয়ো, যেখানে একই ফ্রেমে দেখা যাচ্ছে আমির খান, কিরণ রাও ও গৌরী স্প্র্যাটকে।
গৌরীর মা তামিল ও বাবা আইরিশ। তাঁর দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমির জানান যে তিনি ও গৌরী একে অপরকে চেনেন প্রায় ২৫ বছরেরও বেশি সময়। শুক্রবার প্রিবার্থডে অনুষ্ঠানে কেক কাটার পরেই নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করালেন আমির। গৌরী বেঙ্গালুরুতে আমিরের প্রযোজনা সংস্থাতেই কাজ করেন। এছাড়াও মুম্বইয়ে তাঁর একটি স্যালোঁ রয়েছে। আমির জানান, গত দেড় বছর তিনি আর গৌরী একই সঙ্গে থাকেন। গৌরীর একটি ছয় বছরের পুত্রও আছে।
আরও পড়ুন- Revanth Reddy vs Tollywood: মুখ্যমন্ত্রী বনাম টলিউড? ২৫ তারকার নামে দায়ের FIR…
অভিনেতা জানান যে কয়েক মাস আগেই গৌরীর সঙ্গে পরিবারের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। পরিবারের সকলেই নাকি অভিনেতার এই সিদ্ধান্তে খুশি। ইরফানের অ্যানিভার্সারির ভিডিয়োতে সেই হাসিখুশি পরিবারের ছবিই ধরা পড়ল। ৬০ তম জন্মদিনেই আমির জানিয়েদিলেন যে তিনি কমিটেড ও নতুন সম্পর্কে বেশ খুশি।
মজার ছলেই আমির বলেন যে গৌরী তাঁর সব ছবি দেখেননি। মাত্র ২টি আমিরের ছবি দেখেছেন তাঁর নয়া বান্ধবী, এর মধ্যে অন্যতম লগান। আমিরের দাবি, এখনও বলিউডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তিনি। পাশাপাশি গৌরীর দাবি, আমিরের সঙ্গে যে সুপারস্টার তকমা জোড়া হয়, তা একেবারেই আমিরের সঙ্গে মানায় না। গত বুধবার বাড়িতে তাঁর দুই কাছের বন্ধু সলমান ও শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির। একসঙ্গে তিন বন্ধু ডিনার করেন আমিরের বাড়িতে। সেখানেই গৌরীর সঙ্গে তাঁর সবচেয়ে পুরনো দুই বন্ধুর পরিচয় করিয়ে দেন আমির। বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে আমির বলেন, ‘৬০ বছর বয়সে আমার বিয়ে করা শোভা পায় না। আমরা দেড় বছর একসঙ্গে আছি। পুরোপুরি কমিটেড।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)