NOW READING:
‘প্রত্যেকে বহিরাগত তৃণমূল ছিল, কারও গলায় আইডি কার্ড ছিল না’, বললেন SFI সমর্থক
March 3, 2025

‘প্রত্যেকে বহিরাগত তৃণমূল ছিল, কারও গলায় আইডি কার্ড ছিল না’, বললেন SFI সমর্থক

‘প্রত্যেকে বহিরাগত তৃণমূল ছিল, কারও গলায় আইডি কার্ড ছিল না’, বললেন SFI সমর্থক
Listen to this article


ABP Ananda Live: ‘এখানে কি স্বৈরাচার চলছে? এখানে নির্বাচন হয় না? আমরা চাই নির্বাচনটা হোক। গণতান্ত্রিকভাবে সুষ্ঠভাবে হোক। প্রত্যেক বহিরাগত তৃণমূল ছিল, গলায় আইডি কার্ড ছিল না’। বললেন SFI সমর্থক। .

 

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI। আর এই ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজে বেঁধে গেল তুলকালাম। সংঘর্ষে জড়ালেন SFI ও TMCP-র সদস্যরা।

ধর্মঘটের সমর্থনে SFI সদস্যরা কলেজের ১ নম্বর গেটের সামনে অবস্থান করছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা জোর করে ঢোকার চেষ্টা করে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কয়েকজন জখমও হন। TMCP-র সদস্যরা কয়েকজন SFI সদস্যকে টেনে-হিঁচড়ে গেট থেকে তুলে দেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সিপিএমের ছাত্র সংগঠন। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে SFI-এর অভিযোগ। 

 



Source link