NOW READING:
Strange Creature | Doomsday Sign: অদ্ভুতদর্শন এই প্রাণী কোথা থেকে এল? ‘পৃথিবীর শেষদিন’ বলে কেন ভয় পাচ্ছে সকলে?
March 29, 2025

Strange Creature | Doomsday Sign: অদ্ভুতদর্শন এই প্রাণী কোথা থেকে এল? ‘পৃথিবীর শেষদিন’ বলে কেন ভয় পাচ্ছে সকলে?

Strange Creature | Doomsday Sign: অদ্ভুতদর্শন এই প্রাণী কোথা থেকে এল? ‘পৃথিবীর শেষদিন’ বলে কেন ভয় পাচ্ছে সকলে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে-মাঝেই এরকম আতঙ্ক ছড়ায়। হঠাৎই কোনও কোনও আশ্চর্য প্রাণী দেখা যায় সমুদ্রতীরে। আর সেই প্রাণীটিকে দেখে ভয় পান মানুষজন। মনে করেন, এর পিছনে অশুভ কোনও কিছু আছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাড়া পড়ে গিয়েছে নেটপাড়ায়। ভাইরাল হয়েছে এই প্রাণীটির ভিডিয়ো।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

সকলেই বলছেন শেষের সেদিন এসে গেল! কেউ বলছে, ‘ডুমস ডে’! কেউ বলছে, ‘এন্ড ইজ নিয়ার’! কেন বলছে? কারণ এক ‘স্ট্রেঞ্জ ক্রিচারের’ দর্শন। সমুদ্রসৈকতের খুব কাছে প্রাণীটিকে দেখা গিয়েছে। মাঝেই-মাঝেই বিভিন্ন গভীর সমুদ্রের প্রাণী জলরে উপরিভাগে উঠে আসে। চলে আসে বিচের কাছাকাছিও। এবারও তেমন ঘটেছে, এবং সেটা ঘটার পরে মেরিন লাইফ এক্সপার্টেরা বিষয়টি নিয়ে সন্ধানে ও ব্যাখ্যায় নেমে পড়েছেন।

স্ট্রেঞ্জ ক্রিচারটি কোনটি?

আরও পড়ুন- Shani Gochar 2025: ৩০ বছর পরে মীনে শনি! মহা সৌভাগ্যের সূচনা হতে চলেছে এই কয়েকটি রাশির জীবনে, আসছে দারুণ সুসময়…

আরও পড়ুন- Surya Grahan 2025: আজ সূর্যগ্রহণে ১৯৯ বছর পর তৈরি হচ্ছে দুর্লভ যোগ, তোলপাড় বদল হবে ৪ রাশির জীবনে

নাম তার ব্ল্যাঙ্কেট অক্টোপাস। এরা সাধারণত গভীর সমুদ্রের প্রাণী। পৃথিবীর বেশ কিছু সংস্কৃতিতে এই প্রাণীটি অশুভ হিসেবে পরিগণিত। অদ্ভুতদর্শন প্রাণীটিকে সৈকতের যথেষ্ট কাছে দেখা গিয়েছে। 

দিনকয়ের আগে প্রাণীটিকে দেখা গিয়েছে। এর একটি ভিডিয়ো সোশ্যালে ঘুরে বেড়াচ্ছে। সেটা দ্রুত ভাইরালও হয়ে যায়। তারপর বহুজন বহু রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন, সত্যিই বিপজ্জনক কোনও কিছুর জন্য আমরা অপেক্ষা করছি। ‘ডিপ-সি মিস্ট্রি’ এই প্রাণীটিকে কেউ আবার বলেছেন ‘ক্রেজি এলিয়েন বিউটি’! আর এক নেটনাগরিক বলেছেন, এই ব্ল্যাঙ্কেট অক্টোপাস প্রাণীটি জেলিফিসের হাত থেকেও বাঁচতে পারে। সে ক্ষমতা এদের রয়েছে। এই মুহূর্তে  ব্ল্যাঙ্কেট অক্টোপাসের চারটি প্রজাতি পাওয়া যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link