NOW READING:
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
December 23, 2024

বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত

বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
Listen to this article


Shyam Benegal Demise: প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবুও কাজ করছিলেন একাধিক প্রোজেক্টে। তবে এবার থামল তাঁর জীবনযুদ্ধ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। ভারতীয় সিনেমার জগতে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ছিলেন শ্যাম বেনেগাল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। বিখ্যাত পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর কন্যা পিয়া বেনেগাল। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত হার মানলেন রোগের কাছে। 

সিনেমার জগতে ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। এছাড়াও পেয়েছেন ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় পুরস্কার। পদ্মশ্রী এবং পদ্মভূষণ- এই দুই সম্মানেই ভূষিত হয়েছিলেন শ্যাম বেনেগাল। একাধিক ছবি করেছেন বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। শাবানা আজমি, গিরিশ কারনাড, অমরীশ পুরী, স্মিতা পাটিল- সকলেই অভিনয় করেছেন শ্যাম বেনেগালের পরিচালনায়। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবি দিয়ে সিনেমার দুনিয়ায় অভিষেক হয় এই পরিচালকের। মূল চরিত্রে ছিলেন অন্তত নাগ এবং শাবানা আজমি। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে রিলিজ হয় শ্যাম বেনেগালের তৃতীয় ছবি ‘নিশান্ত’। Palme d’Or- এর নমিনেশন থেকে 1976 Cannes Film Festival- এর রেড কার্পেটে জায়গা পাকা করা, সবেতেই উঠে এসেছিল এই সিনেমার নাম। 

আরও দেখুন



Source link