ইংল্যান্ডে এক ম্যাচ হেরে ঘরেই কান্নায় ভেঙে পড়েছিলেন কোহলি! বিরাটের অজানা গল্প শোনালেন বরুণ ধবন
নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli), ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান যুগের সর্বসেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। কোহলিকে আজ বিরাট জায়গায় পৌঁছে দিতে তাঁর আচরণ এবং জেতার খিদেই সর্বাধিক ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। পরাজয় একেবারেই না পসন্দ তাঁর। কোহলির এমনই এক অজানা কাহিনি শোনালেন বরুণ ধবন (Varun Dhawan)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ ধবন জানান কীভাবে ২০১৯ সালে এক পরাজয়ের পরেই কান্নায় ভেঙে পড়েছিলেন কোহলি। কোহলি-ঘরণী তথা বরুণ ধবনের ও সহ-অভিনেতা বন্ধু অনুষ্কা শর্মা (Anushka Sharma) নাকি বরুণকে জানিয়েছিলেন এক ম্যাচ পরে কোহলির এই কাণ্ড কারখানা। ‘বিরাটকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। খারাপ ফর্মের সময় ওর মনোভাব সম্পর্কে অনুষ্কা একবার আমায় একটি ঘটনা বলেছিল। আমার যতদূর মনে পড়ছে নটিংহ্যামে (আসলে সম্ভবত বার্মিংহাম) টেস্ট ম্যাচটি ছিল। ওই ম্যাচে অনুষ্কা মাঠে যায়নি, ভারতীয় দলও পরাজিত হয়েছিল। অনুষ্কা বাড়ি ফিরে বিরাটকে খুঁজে পাচ্ছিল না, জানতও না ও কোথায় রয়েছে। শেষমেশ খুঁজতে কোহলিকে খাটের মধ্যে শুয়ে কার্যত কাঁদতে ও।’ বলেন বরুণ।
তিনি আরও যোগ করেন, ‘ও (কোহলি ওই পরাজয়ের পুরো দায়টা নিজের ওপরই চাপাচ্ছিল। ওই ম্যাচের দলের হয়ে সর্বাধিক রান করার পরেও, ওর মনে হয়েছিল ও ব্যর্থ হয়েছে। সেই সময় দলের অধিনায়কও ছিল ও।’ বরুণ ধবন সম্ভবত নটিংহ্যাম নয়, বার্মিংহামে ওই বছর আয়োজিত প্রথম টেস্টটির কথা বলছেন। ওই ম্যাচে দুই ইনিংসে কোহলি যথাক্রমে ১৪৯ ও ৫১ রানের ইনিংস খেললেও ভারতীয় দল ৩১ রানে পরাজিত হয়েছিল। আর নটিংহ্যাম ম্যাচে পরাজয় নয়, ভারতীয় দল দু’শোর অধিক রানে জয় পায়।
#VarunDhawan talks about #ViratKohli & #AnushkaSharma ❤️ pic.twitter.com/yLoZNYl1XD
— Rocky. (@KohliInspirer) December 19, 2024
গোটা ঘটনায় আর কিছুই নয়, কোহলি ঠিক প্রতিটি ম্যাচ জিততে কতটা বদ্ধপরিকর হয়ে মাঠে নামেন এবং পরাজয় তাঁর কাছে কতটা গ্লানির, সেই ছবিটাই ধরা পড়ে।
আরও পড়ুন: ‘১০ জনকে নিয়ে মাঠে নামতাম’, পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক
আরও দেখুন