কলকাকলকাতা: তাঁর আসার অপেক্ষায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) আপামর ভক্ত, সমর্থকেরা। সোমবার রাত সাড়ে এগারোটায় তিনি শহরে পা রাখা ইস্তক আইপিএল জ্বর বেড়ে গিয়েছিল কয়েকগুণ। মঙ্গলবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে নেমেই বল হাতে ভেল্কি শুরু করে দিলেন তিনি। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের অন্যতম কারিগর।
একা বরুণে অবশ্য রক্ষা নেই প্রতিপক্ষ শিবিরের। সঙ্গে সোমবারই যোগ দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের আর এক সদস্য হর্ষিত রানা। তিনিও মঙ্গলবার ইডেনে অনুশীলনে নেমে পড়লেন। দুই তারকাকে ঘিরেই মঙ্গলবার আরও চনমনে দেখাল কেকেআর যোদ্ধাদের। ট্রফি ধরে রাখার যুদ্ধে নামার জন্য তাল ঠুকছেন নাইটরা।
মঙ্গলবার প্রচারের সব আলো অবশ্য ছিল বরুণের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেই যিনি ছিলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে দুরন্ত পারফর্ম করায় অলৌকিকভাবে তাঁর সামনে দরজা খুলে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকা যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণকে দলে নেন কোচ গৌতম গম্ভীর। প্রথম দুই ম্যাচে অবশ্য সুযোগ পাননি। গ্রুপ পর্বে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে খেলেননি। সেই দুই ম্যাচে খেলানো হয়েছিল পেসার হর্ষিতকে। নজর কেড়েছিলেন হর্ষিতও।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলানো হয় বরুণকে। হর্ষিতকে বিশ্রাম দিয়ে। আর সেই ম্যাচে এমন দাপট দেখান বরুণ যে, সেমিফাইনাল ও ফাইনালেও তাঁকে ছাড়া ভারতীয় একাদশ ভাবা সম্ভব হয়নি। টুর্নামেন্টে ৯ উইকেট নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর।
তামিলনাড়ুর ক্রিকেটার মঙ্গলবার চলতি মরশুমে প্রথমবার ইডেনে নেমে বরুণ দেখিয়ে দিলেন, কেন তাঁকে মিস্ট্রি স্পিনার বলা হয়। তাঁর কোন বল পড়ে ভেতরে আসবে, আর কোনটা পড়ে বাইরে যাবে, হদিশই পাচ্ছিলেন না ব্যাটাররা। ব্যাটারদের নাম? অজিঙ্ক রাহানে। অভিজ্ঞ ও কেকেআরের অধিনায়ক। বেঙ্কটেশ আইয়ার। কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার। অঙ্গকৃষ রঘুবংশী। সকলকে স্পিনের ভেল্কিতে নাকানিচোবানি খাওয়ালেন বরুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আত্মবিশ্বাস যেন ঠিকরে বেরচ্ছিল প্রত্যেক ডেলিভারিতে।
বুধবার বিকেলে কলকাতায় পৌঁছে যাচ্ছেন বিরাট কোহলিরা। শনিবার ইডেনে কেকেআর বনাম আরসিবি ধুন্ধুমার লড়াই। তার আগে স্পিন ব্রহ্মাস্ত্র যে রকম ছন্দ দেখাচ্ছেন, নাইট শিবিরে স্বস্তির আবহ।
আরও পড়ুন: চোটের জন্য কেরিয়ার শেষ হতে বসেছিল, অলৌকিকভাবে কেকেআরে সুযোগ পেয়ে কী বলছেন সাকারিয়া?
আরও দেখুন