জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত থেকে পালানোর পথ প্রশস্ত হল না। ভানুয়াটু সরকার ললিত মোদীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিল। আর্থিক তছরুপ মামলায় জড়িত ললিত মোদীকে নাগরিকত্ব দিতে চায় না ভানুয়াটুর প্রশাসন। ভানায়াটুর প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনও দেশে প্রত্যর্পণের হাত থেকে বাঁচতে কেউ তাঁদের দেশের নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসাবে বিবেচিত হবে না।
আরও পড়ুন, DA Hike: সুখবর! হোলির আগেই সরকারি কর্মীদের DA বৃদ্ধি, বেতন বাড়বে ১০ হাজার টাকা…
ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথম নাপাত সোমবার এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি সিটিজেনশিপ কমিশনকে নির্দেশ দিয়েছি, অবিলম্বে ললিত মোদীর ভানুয়াতুর পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া শুরু করা হোক।’ ভারতে বিভিন্ন তছরুপ মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ নাগরিকত্ব ব্যবহার করে প্রত্যর্পণ এড়ানোর পরিস্থিতি তৈরি টের পেয়ে যায় তাঁদের প্রধানমন্ত্রী নাপাট৷ এরই জেরেই এমন নির্দেশ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
প্রসঙ্গত, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে। তবে ললিতকে দেশে ফেরানো যায়নি। ভারত ইন্টারপোলের কাছে দুবার মোদীর বিরুদ্ধে নোটিশ জারির অনুরোধ করেছিল। তবে, অপর্যাপ্ত প্রমাণের কারণে ইন্টারপোল তা প্রত্যাখ্যান করে। আইপিএল-এর সঙ্গে যুক্ত থাকার সময় কোটি কোটি টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
৭ মার্চ ভারতীয় পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন লন্ডনের দূতাবাসে জানান ললিত। ভারতের বিদেশ মন্ত্রকও সেই খবর নিশ্চিত করেছিল। কিন্তু এবার যা হল তাতে ফের বিপাকে ললিত মোদী। উল্লেখ্য, ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়ার পদ্ধতি বেশ সহজ সরল। অত্যন্ত কম নথিপত্র লাগে সেখানে। সেই ফাঁক গলেই ললিত মোদী সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছিলেন।
আরও পড়ুন, Ayodhya Shocker: ফুলসজ্জা শেষে সকালে ঘর থেকে বেরোল না বর-কনে, জানালা ভাঙতেই চোখ আটকাল ভেতরের ভয়ংকর দৃশ্যে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)