Valentines Day | Salman Khan: ‘ভ্যালেনটাইনস ডে, তো! আমার কিছু যায় আসে না…’

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে ভ্যালেনটাইনস ডে পালন করে সবাই। সবারই এই দিনটিকে ঘিরে থাকে একটি স্পেশাল প্ল্যান। অতি জনপ্রিয় অভিনেতা সলমান খানকে যখন ভ্যালেনটাইনস ডে-এর প্ল্যানের কথা জিজ্ঞাস করা হয় তখন যে হাস্যকর উত্তর দিয়েছিলেন,তা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ওই ভাইরাল ভিডিয়োতে দেখা যায় এক সাংবাদিক তাঁর কাছ থেকে ভ্যালেনটাইনস ডে-এর প্ল্যান জিজ্ঞাসা করেছিল এবং তিনি  তিনি বলেন, ‘ভ্যালেনটাইনস ডে সে মেরা ক্যায়া লেনা দেনা ভাই? ক্যায়া মেরা হি লেনা দেনা হ্যায় ভ্যালেনটাইনস ডে সে?’ এটা শোনার পর সবাই হেসে ওঠে। তারপর তিনি আরও বলেন, তোমাকে  ভ্যালেনটাইনস ডে-এর অনেক শুভেচ্ছা সাবধানে থাকবেন। সলমানের এই উত্তর নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে। বছরের পর বছর ধরে,সলমানকে প্রেম বা সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হলে তিনি প্রায়শই হাস্যকর উত্তরই দিয়ে থাকেন। ভক্তরা তার এই সরল এবং মজাদার মনোভাব পছন্দ করেন, যার কারণে এই ধরণের ভিডিয়োগুলি বারবারই ভাইরাল হতে দেখা যায়।

আরও  পড়ুন: Ranveer Alhabadia: একের পর এক FIR, বাঁচতে ‘সুপ্রিম’ শরণে ‘অভিশপ্ত’ রণবীর…

ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভীষন শেয়ার হচ্ছে, ভক্তরা সলমানের রসবোধ নিয়ে মন্তব্য করছেন। অনেকে ভালোবাসা দিবস সম্পর্কে তাদের নিজস্ব অনুভূতি প্রকাশ করার জন্য তার কথাগুলিকে মিম হিসেবেও ব্যবহার করছেন। আবার কেউ কেউ রসিকতাও করেছেন যে, ভালোবাসা দিবসে সলমান সকল এককদের জন্য ‘অফিসিয়াল অ্যাম্বাসেডর’। অন্যরা প্রশংসা করেছেন যে তিনি কীভাবে সর্বদা তার অনন্য স্টাইল দিয়ে মানুষকে বিনোদন দেন।

আরও  পড়ুন: Udit Narayan Kissing Controversy: মুখ লুকিয়ে চুপিচুপি বিমানবন্দরে, উদিতের চুমুকাণ্ডে ‘লজ্জিত’ ছেলে আদিত্য!

বেশ কয়েক বছর ধরে সলমান খান বলিউডে সমস্ত ব্যাচেলারদের মধ্যে একজন। অতীতে তাঁর বেশ কয়েকটি অভিনেত্রীর সঙ্গে নাম থাকলেও, তিনি তাঁর ব্যক্তিগত জীবন সবসময় গোপনেই রাখতেন। কিন্তু তাঁর ভক্তরা তাঁর প্রেম জীবনের খবর জানার জন্য  অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সলমান কে এই প্রসঙ্গে যখনই জিজ্ঞাস করা হয় তিনি হাস্যকর উত্তর দিয়ে এড়িয়ে যান। এই ভাইরাল ভিডিয়োটি আবারও বুঝিয়ে দিল কেন সালমান খান বলিউডের সবচেয়ে প্রিয় তারকাদের মধ্যে একজন হয়ে আছেন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours