NOW READING:
Val Kilmer Death: ক্যানসারই কাড়ল প্রাণ! ৬৫-তে চলে গেলেন ‘ব্যাটম্যান’ ভ্যাল কিলমার…
April 2, 2025

Val Kilmer Death: ক্যানসারই কাড়ল প্রাণ! ৬৫-তে চলে গেলেন ‘ব্যাটম্যান’ ভ্যাল কিলমার…

Val Kilmer Death: ক্যানসারই কাড়ল প্রাণ! ৬৫-তে চলে গেলেন ‘ব্যাটম্যান’ ভ্যাল কিলমার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত হয়েছেন মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার (Val Kilmer)। মঙ্গলবার, ০১ এপ্রিল রাতে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তাঁর। ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তাঁর বাবা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

আশি ও নব্বইয়ের দশকে হলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন ভ্যাল কিলমার। ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৮৬ সালে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেন ‘টপ গান’ সিনেমায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে তাঁর ঝুলিতে জড়ো হয়েছে ‘হিট’,‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরেউ’, ‘রিয়েল জিনিয়াস’, ‘দ্য সেন্ট’, ‘টম্বস্টোন’-এর মতো সিনেমা।

আরও পড়ুন- Rachna Banerjee: ‘সকালে ঈদ উদযাপন, বিকেলে শীতলা পুজো, এটাই তো পশ্চিমবঙ্গ’, বার্তা রচনার…

১৯৯১ সালে ‘দ্য ডোরস’ সিনেমায় রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় করেন কিলমার। অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করে, প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ভ্যাল। এই একটি মাত্র সিনেমাতেই ব্যাটম্যান হয়েছিলেন তিনি। ১৯৮৮ সালে ভ্যাল কিলমার বিয়ে করেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানে হোলিকে। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে কিলমারের।

আরও পড়ুন- Dona Ganguly: এবার লন্ডনে ডোনার বসন্ত উৎসব, উদ্যোগে ভারতীয় হাইকমিশন…

বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন ভ্যাল কিলমার। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালের জুলাইয়ে তার জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাল’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল কিলমারকে। মঙ্গলবার হল যুদ্ধ শেষ। চলে গেলেন ভ্যাল কিলমার। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link