<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিল ছেলেটা। কে জানত, মাত্র তিনটি ইনিংস পরেই গোটা বিশ্ব তাঁকে কুর্ণিশ জানাবে। ঠিক সেটাই হল, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুশোর ওপর রান তাড়া করতে নেমে ছেলেটা একাই যেন শেষ করে দিল প্রতিপক্ষ শিবিরকে। ৩৫ বলে ঝোড়ো শতরান। ‘উফফ! এমন মার কেউ মারে নাকি!’, এমনটাই বাক্য মুখ থেকে বেরিয়ে এসেছিল ধারাভাষ্যকারের মুখ থেকেও। বৈভব বন্দনায় মুখর হয়েছেন দেশ-বিদেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। সোয়াই মানসিংহ স্টেডিয়ামে বৈভব যখন ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিল, তখন টিভিতে চোখ রেখেছিলেন ছোট্ট কিশোরের কাকা রাজীব কুমার। ভাইপো আরও সাফল্য পাক সেটাই চাইছেন বৈভবের কাকা। এমনকী ছোট্ট কিশোরের ছোটবেলার কোচ ব্রজেশ ঝা চাইছেন তাঁর ছাত্র দেশের জার্সিতে দ্রুত খেলার সুযোগ পাক।</p>
<p style="text-align: justify;">সোমবার শতরান করার সঙ্গে সঙ্গে অনেকগুলো রেকর্ড গড়ে ফেলেছেন। বিশ্বের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টিতে শতরানের নজির। আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির। চলতি <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>েই প্রিয়াংশ আর্য ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। তাঁকেও টেক্কা দিয়ে দিলেন কয়েকটি ম্য়াচ পরেই। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রজেশ বলছেন, ”এটা আমাদের কাছে বিশাল আনন্দের। আমাদের শহরের নাম উজ্জ্বল করল বৈভব। দুর্দান্ত ব্যাটিং করেছে গোটা ম্য়াচজুড়ে। আমি আশাবাদী খুব দ্রুত এবার ও ভারতের জার্সিতে সিনিয়র দলের হয়ে খেলুক। আমরা সবাই এটাই চাইব।”</p>
<p style="text-align: justify;">গুজরাত টাইটান্সে বোলিং লাইন আপে ছিলেন মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রশিদ খানের মত বিশ্বমানের বোলাররা। কিন্তু কাউকেই রেয়াত করেনি বৈভব। নিজের ইনিংসে ১১টি ছক্কা ও ৭টি চার। স্কোরকার্ড দেখলেই বোঝা যায় যে কী পরিমানের ধ্বংসলীলা চালিয়েছিল বৈভব। কিশোর ব্যাটারের কাকা রাজীব সূর্যবংশী বলছেন, ”আইপিএলের ইতিহাসে ও যা করে দেখাল তা সত্যিই অবিশ্বাস্য। এটা বিহারবাসীর গর্ব। ও ক্রিকেটে আরও সাফল্য পাক, এটাই কামনা করি। আমাদের পরিবারের জন্য ভীষণ আনন্দের দিন এটি।”</p>
<div class="image-pod">
<div class="figure">
<div class="figcaption" style="text-align: justify;">বৈভবের শতরানটি আসে মাত্র ৩৫ বলে। সে আরেক রাজস্থান রয়্যালস প্রাক্তনী ইউসুফ পাঠানের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের কৃতিত্ব গড়ল। ২০১০ সালে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভবের সামনে শুধু ক্রিস গেল। আরসিবির জার্সিতে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ইউনিভার্সাল বস। তাঁকে শুধু ছোঁয়ার পালা বেবি বসের।</div>
</div>
</div>
Source link
বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ, পরিবার থেকে ছোটবেলার কোচের একটাই আশা ‘এবার দেশের জার্সিতে খেলুক ও’
