NOW READING:
WATCH Vaibhav Suryavanshi: ‘বাবা কাজ ছাড়ল, মা ৩ ঘণ্টা ঘুমোত’! ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝেছে বৈভব…
April 29, 2025

WATCH Vaibhav Suryavanshi: ‘বাবা কাজ ছাড়ল, মা ৩ ঘণ্টা ঘুমোত’! ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝেছে বৈভব…

WATCH Vaibhav Suryavanshi: ‘বাবা কাজ ছাড়ল, মা ৩ ঘণ্টা ঘুমোত’! ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝেছে বৈভব…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হুইলচেয়ারে বসে থাকা রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দাঁড় করিয়ে দিয়েছে মাত্র ১৪ বছর ৩২ দিনের এক কিশোর। সে আর কেউ নয়, স্বয়ং বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)! চলতি আইপিএলের (IPL 2025) সব আলো একাই কেড়ে নিয়েছেন। সবার মুখে শুধুই বৈভব, আর হবেই না বা কেন! শার্দূল ঠাকুরকে ছক্কা হাঁকিয়ে, আইপিএল কেরিয়ার শুরু করা ক্রিকেটার সে। 

রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে, গোলাপি শহর জয়পুরে ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে ৭টি চার এবং ১১টি ছক্কায়। রেকর্ডের পর রেকর্ড করা ক্রিকেটারকে নিয়েই সকলে মেতেছেন। তবে বৈভব রাজস্থান-গুজরাত ম্যাচের পর বিসিসিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে জানিয়েছে যে, এই ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝে ফেলেছে সে। 

আরও পড়ুন: ভারতীয় সেনাকে চরম অপমান আফ্রিদির! ইঞ্চিতে ইঞ্চিতে ‘ঐতিহাসিক’ জবাব ধাওয়ানের…

বৈভব বলেছে, ‘আজ আমি যা, তার জন্য আমার বাবা-মায়ের কাছে ঋণী। আমার মা আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন, কারণ আমাকে অনুশীলনে যেতে হত, আর তিনি আমার জন্য খাবার বানাতেন। তিনি মাত্র ৩ ঘণ্টা ঘুমোতেন। আমার বাবা, আমার জন্যই তাঁর কাজ ছেড়ে দিলেন, আর আমার বড় ভাই এখন সব সামলাচ্ছেন। আমরা প্রচণ্ড লড়াই করেছি। তবে আমার বাবা আমাকে সবসময়ে সমর্থন করেছেন এবং বলেছেন যে, আমি পারবই। আজ যা কিছু ফলাফল দৃশ্যমান, এবং আমি যে সাফল্য অর্জন করেছি, তা আমার বাবা-মায়ের কারণেই।’

গত বছর নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় দু’দিন ধরে হয়েছিল আইপিএল মেগা নিলাম। ৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির ভাগ্য নির্ধারণের পালা ছিল। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ছিলেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও ছিলেন। ক্যাপড বিদেশি ১৯৩ ও  আনক্যাপড বিদেশির সংখ্যা ছিল ১২। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড়ও ছিলেন তালিকায়। আর এই তালিকায় ছিল ১৩ বছরের এক বিস্ময় বালক। তাঁর নাম বৈভব।

নিলামে নজর কেড়েছিলেন বৈভব। ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালসের। ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলানে নাম তুলে আগেই ইতিহাস লিখেছিল বৈভব। এরপর নিলাম মঞ্চে সবচেয়ে কম বয়সে কোটি টাকার উপর আইপিএল চুক্তি করেও বিহারের সমস্তিপুরের ক্রিকেটার রেকর্ড গড়ে। সেই বৈভবই গুজরাতের বিরুদ্ধে মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রশিদ খানের মতো বোলারকে ক্লাব স্তরে নামিয়ে শতরান করেছে। 

আরও পড়ুন: আইপিএলের মাঝে ভারত থেকে গায়েব পুরো ফ্র্যাঞ্চাইজি!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link