জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে নাকি আর্থিক প্রতারণা, কোনটা উদ্দেশ্য় ছিল বলা মুসকিল। উত্তরপ্রদেশে পুলিসের জাল থেকে পালিয়ে বেড়াচ্ছে এক ব্য়ক্তি। নাম রঞ্জন গেহলট। এই ব্যক্তির কীর্তি শুনলে অবাক হতে হয়। যোগী রাজ্যের বিভিন্ন জেলায় রাজন ঘুরে ঘুরে ৯টা বিয়ে করেছে। এখানেই শেষ নয়। তার পরেরটা আরও মারাত্মক। ওইসব মহিলাদের নামে প্রায় ৪১ লাখ টাকা লোন নিয়ে তাদের পথে বসিয়ে দিয়েছে। তারপর আর তার পাত্তা পাচ্ছেন না মহিলারা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কীভাবে এত বিয়ে? তদন্তে উঠে এসেছে ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে মহিলাদের সঙ্গে যোগাযোগ করত রঞ্জন। সরকারি চাকরি করে বা অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় রয়েছে এমন মহিলাদেরই টার্গেট করা হত। তারপর তাদের বিয়ে করে তাদের নামে মোটা টাকা লোন তলে নিয়ে হাওয়া হয়ে যেত রঞ্জন। পেছনে পড়ে থাকতেন ওই মহিলা ও তার সন্তানরা।
আরও পড়ুন-ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হরনাথ চক্রবর্তী? মৃত্যুর গুজবে বিরক্ত পরিচালক…
এমন অভিনব জালিয়াতি প্রকাশ্যে আসে যখন সন্ত কবীরনগরের এক মহিলা রবার্টসগঞ্জ থানায় গিয়ে প্রবল হাঙ্গামা করেন। তিনি থানায় জানান, তার নামে রঞ্জন বাড়ি তৈরি করার জন্য বিপুল টাকা লোন করে বেপাত্তা হয়ে গিয়েছে। গত শুক্রবার ৩ জন মহিলা যাদের মধ্যে ছিলেন এক স্কুলে শিক্ষিকাও। থানায় গিয়ে তারা রঞ্জনের নামে ওই একই ধরনের অভিযোগ করেন। প্রত্য়েকেই বিপুল টাকার ফাঁদে পড়েছেন রঞ্জনের লোনের জন্য। একজন অভিযোগ করেছেন, বিয়ের পর রঞ্জন তার নাম বদলে ফেলেছে। টাকা পাওয়ার পর সে তার মোবাইল নম্বর বদলে ফেলত। ফলে তাকে ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এরকম প্রায় ৯ মহিলা রঞ্জনের বিরুদ্ধে বিয়ে ও আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন-গরুর দুধ খেয়েই ‘মারণ’ Rabies-এ মৃত্যু মহিলার! কেন? জানা সবার জরুরি…
রাজ্যের বিভিন্ন জেলায় ওই অভিযোগ পাওয়ার পর একটি টিম তৈরি করে তদন্তে নেমেছে সেনভদ্র থানা পুলিস। তাদের আশঙ্কা, ৯ জন নয় বরং আরও অনেক মহিলার সঙ্গে ওইরকম প্রতারণা করে থাকতে পারে রঞ্জন। যেসব মহিলা ম্যাট্রিমনিয়াল সাইট ঘেঁটে থাকেন তাদের সতর্ক করেছে পুলিস। কারও কোনওরকম সন্দেহজনক কাজ কারবার দেখলেই পুলিসে জানাতে বলা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)