জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরকাশীর পরে ফের মর্মান্তিক ঘটনা। ব়্যাফ্টিং করতে গিয়ে মারা গেলেন এক পর্যটক। হৃষীকেশের গঙ্গায় ব়্যাফ্টিং করতে-করতে নদীতে পড়ে যান এক পর্যটক। তারপরই তাঁর কী হয়, কেউ বুঝতে পারে না। রহস্যজনক মৃত্যু ঘটে তাঁর।
কী ঘটে? পুলিস জানায়, ব়্যাফ্টিংয়ের সময়ে তিনি লাফিয়ে জলে পড়েন। তারপরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। পুলিস তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ডাক্তার সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর নাম সাগর নেগি। দেহরাদুনে তার বাড়ি। বন্ধুদের সঙ্গে তিনি বেড়াতে এসেছিলেন। তিনি কীভাবে পড়ে যান এবং কীভাবেই-বা মারা যান, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: India slams Bangladesh: ইউনূসের বাংলাদেশকে ধমক মোদীর ভারতের! ‘আগে নিজেদের সংখ্যালঘুদের রক্ষা করুন’, তারপর মুর্শিদাবাদ নিয়ে…
আরও পড়ুন: Deadly Cyclone Updates: ঝড়, না, মহাপ্রলয়? বিমান বাতিল, ফেরি বন্ধ, জলের তলায় রাস্তা, বিদ্যুৎহীন এলাকা ডুবে ঘন অন্ধকারে…
প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরেও হৃষীকেশে একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছিল। হৃষীকেশের কাছে গঙ্গায় ব়্যাফ্টিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল কলকাতার এক পর্যটকের। রাফ্টটি উলটেই মৃত্যু হয় তাঁর। ৬২ বছর বয়সী শুভাশিস বর্মন পরিবারের সকলকে নিয়ে উত্তরাখণ্ডে গিয়েছিলেন। তিনি পিএনবির প্রাক্তন কর্মী।
তেহরি গাড়োয়ালের কাছে তাঁরা রাফ্টিং করছিলেন। গঙ্গার জলের প্রচণ্ড ঘূর্ণিতে তাঁর রাফ্ট উলটে গিয়েছিল। পরে রাফ্টিং গাইডরা পর্যটকদের উদ্ধার করেন। কিন্তু শুভাশিস বর্মন অচৈতন্য় অবস্থায় ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)